জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

   সংগ্রহ 
কমলদিঘির রাজহাঁস(নাটক)  
মোহন রাকেশ
অনুবাদ- শ্রাবস্তী রায়
প্রকাশক - জ্বলদর্চি 
প্রচ্ছদ - সোমনাথ তামলী
প্রথম প্রকাশ - ২০১৯
মূল্য -১৫০/-
_______________________________________

লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-

১.
আঁধার  পুকুর 
গড়ান মাঠ
বত্রিশ  কলাগাছ 
একখানা  পাট। 

উত্তর - দাঁত ও জিহ্বা


২. দাঁত না থাকলে  খেতে পারে না কে?

উত্তর - চিরুনি 

৩.

কোন ফলের বীজ নেই 
বলো তো দাদা
না বলতে পারলে 
তুমি একটা  হাঁদা। 

উত্তর - নারকেল 

৪.
দুই অক্ষরে  নাম  তার 
বহু লোকে খায়
শেষের  অক্ষর  বাদ দিলে
হেঁটে  চলে যায়। 

বলো তো  কি?

উত্তর - পান

৫.
এই যে হেডমাস্টার 
তোমার গাঁ ছুঁয়ে গেল কে?
বুঝতে  পারলে 
বলো কে সে? 

উত্তর -বাতাস

৬.
গরুর পেছনে  রাখলে পন
জানতে পারেনা জগৎজন। 

সেটি কি?

উত্তর - গোপন 

৭.
বলুন তো এমন কোনো  বস্তু  পৃথিবীতে নেই
তোমার আমার মুখের  কথায় তবু আছে সেই। 

চটপট  বলো  দেখি কি  এটি?

উত্তর - ঘোড়ার ডিম

৮.
কোন দেশ ঝোলে গাছে
কোন দেশ বাজে? 
কোন দেশ বলো দেখি
তেল ঘিতে ভাজে? 

উত্তর - মরিচ,কাশী, পুরী

৯.
বিনা  দুধে হচ্ছে দই
এমন কুমার  পাবো কই? 

বলো দেখি  কি  এটি? 

উত্তর - চুন

১০.
হাত পা তার ইটের  সমান
অতি পুরু ছাল
পেটে দিলে  তাতে বাড়ে 
অনেক মাল।

বলো দেখি  কি? 

উত্তর - পাট

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments