ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু
সু ধাং শু র ঞ্জ ন সা হা
বত্রিশ বছর হলো এই শহর ভুলেছো তুমি ।
একবারের জন্যও ফিরে আসোনি এতো বছরে।
আমিও অন্যত্র গেছি, ফিরেও এসেছি বারেবারে,
কিন্তু তোমার খবর পাইনি অন্য কোন মহলে!
শুধু জানতে পেরেছি,তুমি ঘোরো দেশ-দেশান্তরে
রাতের বিজ্ঞপ্তি ছিঁড়ে রাতের শহর ঘুরি একা।
নানান কাটাকুটির মাঝে পথ খুঁজে খুঁজে মরি ।
হারানো ছেলেবেলার হাত ধরে বিনিদ্র রজনী।
আমাকে একের পর এক অন্ধ গলি আর লেন
চিনিয়ে চিনিয়ে নিয়ে যায় অপ্রত্যাশিত আলোয়।
অথচ সেখানে পাই না খুঁজে কুয়ো, পুকুর, ঝিল।
পাই না পেয়ারা গাছ, জামরুল কিংবা কামরাঙা।
পাগলাডাঙার ঝিল বুজিয়ে সারি সারি আবাস।
গলা টিপে টিপে কারা গোপনে মেরেছে রূপকথা
ন্যাশনাল রাবারের কয়েক হাজার আবাসন
আজ দখল নিয়েছে অনেকটা আকাশের নীল,
আর পুড়িয়েছে দশ দশ হাজার স্বপ্নের মুখ ।
পঞ্চাননতলা ঘোল পাড়া জুড়ে হতাশার মেঘ।
ভোর রঙের লাজুক ইশারায় সাজগোজ সারি
আয়নাবিহীন ঘোলা জলের অভিযোগ সরিয়ে
ঘুমের ব্যাকুলতায় আমার ইচ্ছেরা গান ধরে।
জল হারানো নীরব নদী এপাশ ওপাশ করে।
মুখ লুকিয়ে নিজের দুচোখে জলের ধারা মাখে।
পাতাবাহারি হরেক রকম গাছের বর্ণমালা
অবসাদ থেকে ক্ষত আর বিষণ্নতা নিয়ে আসে।
মুখরিত পাখিরাও মনের খেয়ালে গান ধরে,
উড়ে যায়, ফিরে আসে নদীর সকাশে প্রতিদিন।
মাঝিরাও রাত জাগে নদীতে ভাসমান নৌকায়।
যতো পথ যেতে হয় যাবো ঠিক নদীর দিকেই।
যতো পথ যেতে হয় যাবো ঠিক তোমার দিকেই।
যতোই হাঁটতে হোক যাবো অরণ্যের খুব কাছে।
মুঠো ভরে নিয়ে যাবো হতাশা আর বিষাদগান।
জলে ভেজাবো কিছুটা,বাকি সব সবুজের ঢলে।
মুছে দেবো বদনাম বৃষ্টিতে ভেজা মধ্যদুপুরে।
বাউলগানেই ভেসে যাবো মানবজমি আবাদে।
শহরের নিঃসঙ্গতা ভুলতে কবিতার কাছেই
বারবার ফিরে যাবো, ফিরে যাবো নদীর কাছেই।
একান্তে নদীর কাছে বসে মনকষ্ট ভুলে যাই।
নদীতেই ভেসে যাই সংসার হারানো ইচ্ছেস্রোতে
যতোই লিখি নদীর কথা নিজের আত্মখননে,
না-বলা কত কথাই থেকে যায় নিজের অজান্তে।
তোমার চিবুক ছুঁয়ে যেদিন বলেছিল দুপুর,
ঝড়ের তুমুল ঠোঁটে ভেসে যায় অশ্লীল ভ্রমণ!
লুকনো ভালোবাসায় থাকে অজানা নানা অসুখ।
জানি, প্রতিটি সেতুর অসমাপ্ত কথোপকথনে
অভিমানের জটিল জ্যামিতিক বোধ খেলা করে।
শ্যাওলার স্বরলিপি মিলেমিশে থাকে ঘোলাজলে
জমানো শীতের কথা আচমকা বেজে ওঠে মনে।
বনেদিয়ানা অথবা প্রতারিত অক্ষরবিলাসে
সম্ভোগ থেকে সমাধি, আখ্যানের দুনিয়াদারিতে।
তবু, উদ্বিগ্ন সরণি বেয়ে অবশিষ্ট দ্বন্দ্ব মাখি।
জানি, বিপন্ন পথেই একদিন দিন বদলাবে ।
ভয়াল মৃত্যুভয়ও নীরবে উধাও হয়ে যাবে ।
প্রতিটি বিরোধবীজে আলোর সরণি উঁকি দেবে ।
শুধু জীবনের জন্য পরতে পরতে মিশে যাবে
পিপাসার পরিপূর্ণ কবিতার আলোছায়া খেলা !
ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু
1 Comments
অসাধারণ অনুভূতি পেলাম... অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা থাকলো প্রিয় কবির জন্...।
ReplyDelete