
দিনের শেষে
১০/৮/২০২০
১) ব্রিটেনে নিলাম হতে চলেছে মহাত্মা গান্ধীর ব্যবহার করা একটি গোল্ড প্লেটেড চশমা! অনুমান করা হচ্ছে যে ভারতীয় মুদ্রায় এর দাম উঠতে পারে প্রায় ১০ লক্ষ টাকা!
২) আন্দামান-নিকোবরের সাথে অবশিষ্ট দেশকে যুক্ত করে পাতা হল "সাবমেরিন অপটিক্যাল ফাইবার cable(OFC)!"
আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৩) ইতালি-র "জুভেন্তাস ফুটবল ক্লাব"- এর প্রশিক্ষক হিসাবে নিযুক্ত হলেন আন্দ্রে পিরলো!
৪) আগামী বছরের জন্য স্থগিত রাখা হল IPL-এর মেগা নিলাম।
৫) IPL-2020'র টাইটেল স্পনসরশিপের সম্ভাব্য তালিকায় ঢুকে পড়ল বাবা রামদেবের "পতঞ্জলি"!
৬) ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন স্বনামধন্যা সমাজকর্মী ও লেখিকা ইলিনা সেন! ড.বিনায়ক সেনের সহধর্মিণী ইলিনা সেন ছত্তিশগড় রাজ্যের খনি শ্রমিকদের অসুবিধার কথা তুলে ধরেছিলেন এবং উপজাতির অধিকার নিয়ে লড়াই করেছিলেন! তাঁর রচিত বিখ্যাত দু'টি গ্রন্থ :-(১)ইনসাইড ছত্তিশগড়: এ পলিটিকাল মেমোয়ার, (২) সুখভাসিন: দ্য মাইগ্রেন্ট উওমেন অফ ছত্তিশগড়!
৭) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিবাচিত হলেন মাহিন্দা রাজাপক্ষ!
৮) তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান জানিয়েছেন যে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী তুরস্ক ৩য় স্থানে উঠে এসেছে!
(বিঃদ্রঃ -আসুন, সমবেত আওয়াজ তুলি -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________
একটু হাসুন
ঘেঁচুদার ক্লাস নিতে এসে ঘুমানোর জন্য বদনাম আছে। তা সেদিন হেডমাস্টারও আকার-ইঙ্গিতে অভিযোগ করেছেন স্টাফ রুমে। তাই তিনি বিজ্ঞানের ক্লাশে ঘুম তাড়াতে ঘুমকেই টপিক করলেন।
ঘেঁচুস্যার : বুঝলে ঘুম হল এক বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে আমাদের বেশি ঘুমের দরকার নেই। এই আমি যেমন দিনে সাত -আট ঘন্টার বেশি ঘুমাই না।
সঙ্গে সঙ্গে পিছনের বেঞ্চি থেকে একটি ছাত্র বলে উঠল: স্যার স্কুল তো হয় ছ'ঘন্টা, বাকি এক- দু ঘন্টা কোথায় মেক-আপ দেন!!
---------------------------------------
0 Comments