
১৯/৮/২০২০
********************
১) SAMSUNG জানিয়ে দিল যে ভিয়েতনাম থেকে ভারতে সরে এসে তারা তৈরী করতে চলেছে স্মার্টফোনের কারখানা!
২) RB Leipzig-কে ৩-০ গোলে হারিয়ে প্রথম বারের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে উঠল ফ্রান্সের PSG.
৩) প্রয়োজনীয় যাবতীয় অনুমোদন পেয়ে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বানানো কোভিড টিকা ভারতে আসতে পারে এ বছরের শেষে, নয়তো '২১-এর প্রথম দিকে।
৪) আগামিকাল থেকে দু'দিন রাজ্যে পূর্ণ লকডাউন!
৫) উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি জার্মানির বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্সের লিয়ঁ!
৬) ন্যাশনাল রিক্রুটমেন্ট সংস্থার মাধ্যমে এখন থেকে ব্যাঙ্ক, রেল এবং কেন্দ্রীয় সরকারী চাকরিতে অভিন্ন পরীক্ষাপদ্ধতি চালু হবে।
৭) সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র রিপোর্ট অনুযায়ী করোনাভাইরাসের আবহে দেশে শুধুমাত্র জুলাই মাসে চাকরি হারিয়েছে ৫০ লক্ষ মানুষ!
৮) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদ্ঘাটনের ভার পড়ল সি বি আই-এর উপর!
৯) ই-ফার্মেসি সংস্থা Netmeds কিনে নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ!
১০) পৃথিবীর অন্যতম উত্তপ্ত অঞ্চল মৃত্যু উপত্যকা(Death Valley)-র এ বছর সবথেকে বেশি তাপমাত্রা(৫৪.৪ ডিগ্রী সেন্ট্রিগ্রেড) রেকর্ড করা হয়েছে।
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
--------------------------------------------------
একটু হাসুন
লকডাউনের সময় ক্যাবলা প্রায়ই দিন দেখে ঘেঁচুদা মোবাইলে গেম খেলছে। তা একদিন আর থাকতে না পেরে জিজ্ঞাসা করল : তুমি সারাদিন মোবাইলে গেম খেলছো কেন?
ঘেঁচুদা: একে লকডাউনে কাজকর্ম বিশেষ করতে হচ্ছে না, তার ওপর ডাক্তারবাবু বলেছে ওজন কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। তাই একটু চেষ্টা করছি আর কি!!!
__________________________________
আগামীকাল প্রকাশ পাবে
শেষ পর্ব।
শ্রীঅরবিন্দ : স্বামী ও আসামী
মুক্তি দাশ
0 Comments