জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৬ আগস্ট ২০২০



২৬/৮/২০২০

১) বিশ্বের প্রথম ফাস্ট বোলার  হিসেবে টেস্টে ৬০০ উইকেট পেলেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন! 

২) মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। 

৩) আগামীকাল রাজ্যে আবার পূর্ণাঙ্গ লকডাউন! 

৪) সকাতর অনুরোধের পর ১৯৯৭ সাল থেকে মুকুন্দপুরের হেলেন কেলার বধির স্কুলে রান্নার কাজ করা প্রখ্যাত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী দঃ ২৪ পরগণার আমতলা বিদ্যালয়ের পাবলিক লাইব্রেরীতে বদলি হলেন! 

৫) আপাততঃ ঘোষিত হল যে সেপ্টেম্বরের ৭,১১ এবং ১২ তারিখে রাজ্যে সম্পূর্ণ লকডাউন! 

৬) পুণের মেডিকেল কলেজে শুরু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরী কোভিশিল্ড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল! 

৭) ২০ বছরের সম্পর্ক ইতি টেনে বার্সেলোনা ছাড়ার ইচ্ছাপ্রকাশ লিওনেল মেসি-র! 

৮) লন্ডনে আয়োজিত "মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড"-এ মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১৩টি দেশের ২৯ জন প্রতিযোগীকে পরাস্ত করে "দ্রুততম মানব ক্যালকুলেটর"-এর স্বীকৃতি পেল দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্র নীলকন্ঠ ভানুপ্রকাশ! 

৯) আগামী সেপ্টেম্বর থেকে ভারতে নিজেদের অনলাইন সেন্টার চালু করতে চলেছে Apple company! 

১০) প্রায় ২০ বছর পর আয়ারল্যান্ডের বড় শহর ডাবলিনে প্রথম প্রতিষ্ঠিত হল হিন্দু মন্দির! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
___________________________________
একটু হাসুন 

ঘেঁচুদা একটা  বই লিখেছে। বইমেলায় বইটা সারাদিনে এক লাখ কপি বিক্রি হয়েছে। তাই সাংবাদিক  তাঁকে জিজ্ঞেস  করছে: আপনার বইয়ে কি আছে, স্যার, যে মানুষ হামলে পড়ে আপনার  বই কিনছে? 

ঘেঁচুদা: বানান ভুল।

সাংবাদিক:  মানে?  বানান ভুল করলে বই এত বিক্রি  হয়?

ঘেঁচুদা: না, শিরোনামটা how to change your life না হয়ে, হয়ে গেছে  how to change your wife!!!

_______________________________________
সংরক্ষণযোগ্য

Post a Comment

0 Comments