জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ২৭ আগস্ট ২০২০




২৭/৮/২০২০


১) কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন যে ২০৩০ সালের  মধ্যে ভারতীয় রেল নেট-জিরো রেলওয়ে হয়ে উঠবে, কার্বন নির্গমন নেমে আসবে শূন্যে! 

২) দিঘায় উচ্চগতির নেট পরিষেবা ও ডেটা ট্রান্সফারের পরিকাঠামো দিতে আন্তর্জাতিক মানের Cable landing station গড়তে চলেছে রিলায়েন্স জিও! 

৩) মাতৃভাষায় উপন্যাস লিখে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যখেতাব বুকার পুরস্কার জিতে নিলেন ২৯ বছরের ডাচ তরুণ মার্কি লুকাস রিনভেল্ড! তাঁর লেখা উপন্যাসের নাম "The Discomfort of Evening"!
উপন্যাসটির ইংরেজি অনুবাদ  করেছেন মাইকেল হাচিসন! 

৪) দুবাই-এ আগামী ১৯ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আই পি এল! 

৫) বিশ্বে প্রথম বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো! 

৬) "TikTok" কেনার ব্যাপারে বাইট ড্যান্স-এর সাথে কথাবার্তা শুরু করল মাইক্রোসফট !

৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধের চার নম্বর সেক্টরের কমান্ডার "বীর উত্তম" অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত প্রয়াত! 

৮) ম্যাঞ্চেস্টার সিটি-তে খেলার ইচ্ছাপ্রকাশ করে কোচ পেপ গুয়ার্দিওলা-কে সরাসরি ফোন করলেন লিওনেল মেসি! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
____________________________________

একটু হাসুন

ভিড়ের মধ্যে দিয়ে সাইকেল  চালিয়ে যেতে গিয়ে ঘেঁচুদার সাইকেলে লেগে এক পথচারীর ধুতিটি ছিঁড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই পথচারী ঘেঁচুদাকে সাইকেল থেকে নামিয়ে ধুতির দাম চাইলেন।

ঘেঁচুদা : ধুতির দাম কত?

পথচারী:  ৩০০ টাকা। 

ঘেঁচুদা ভদ্রভাবে তিনশ টাকা পকেট থেকে বের করে দিয়ে দিল। তা নিয়ে পথচারী যেই চলতে সবে শুরু  করতে যাবে, এমন সময় ঘেঁচুদা পথচারীর হাতটা ধরে বলল:  চললেন কোথায়? আগে আমার ধুতিটা তো খুলে  দিয়ে যান ।
_________________________________________
সংরক্ষণযোগ্য
  

Post a Comment

0 Comments