জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ৪ আগস্ট ২০২০

দি নে র শে ষে  
৪/৮/২০২০

১) ভারতীয় রেলের তত্ত্বাবধানে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজের কাজ চলছে  কাশ্মীরের চেনাব নদীর উপর।
৪৬৭ মিটার চওড়া এবং নদী থেকে ৩৫৯ মিটার উচ্চতায় এই ব্রিজ তৈরী হচ্ছে! 

২) আসন্ন শারদোৎসবের আগেই খুলে যেতে পারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন! 

৩) UPSC পরীক্ষার ফলাফল প্রকাশিত! তালিকার শীর্ষস্থানে হরিয়ানার প্রদীপ সিং! প্রথম ২০ জনের তালিকায় বাংলার ২ জন,১৩-তম স্থানে রৌনক অগ্রবাল (রাজ্যের Topper!) এবং ২০-তম স্থানে নেহা বন্দোপাধ্যায়! 

৪) শেষ পর্যন্ত আচমকা চাপে পড়ে IPL-এর টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল চীনা মোবাইল সংস্থা VIVO! 

৫) আরও দু'টো চীনা app. নিষিদ্ধ ঘোষিত হল- উইবো(Weibo), বায়ডু(Baidu)!

৬) আগস্ট মাসের রাজ্য সাপ্তাহিক লকডাউন-পর্বে আগামিকাল প্রথম দিন! 

৭) বাংলা ক্রিকেট দলের কোচ হিসেবে অরুণলাল বহাল থাকলেন! 

৮) ১৮৪৬ সালে স্থাপিত কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রাচীন ঐতিহাসিক ভবনকে "হেরিটেজ ভবন"-হিসাবে স্বীকৃতি দিল রাজ্য হেরিটেজ কমিশন! 

(বিঃদ্রঃ - আসুন, সমস্বরে বলি-"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
________________________________
একটু হাসুন 

বাড়ি ফিরে টেবিলে বসে খাবার মুখে 
দিতেই ঘেঁচুদার মেজাজটা বিগড়ে গেল। গিন্নিকে খেঁচিয়ে উঠল:"সারাটা দিন করোটা কি? এত বিস্বাদ  রান্না খাওয়া  যায়?

বৌদি শান্তমুখে মোবাইল  তুলে কাকে যেন বললেন: "আমার স্বামী মুখে স্বাদ পাচ্ছেন না!"

খুশি হয়ে ঘেঁচুদা  ভাবল বোধহয় শ্বশুর বাড়ি থেকে ভালমন্দ কিছু আসছে!!!!

ঘেঁচুদা এখন স্থানীয়  কোয়ারান্টাইন  সেন্টারে।

রোজ রোজ বাড়ি থেকেই খাবার আসে, সঙ্গে একটি চিরকূট।
মাত্র দুটি শব্দ - 

"স্বাদ পাচ্ছ তো"! 
________________________________

Post a Comment

1 Comments

  1. দূর্দান্ত।আজকের হাসিটি সেরা।

    ReplyDelete