জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ৬ আগস্ট ২০২০


দি নে র  শে ষে 

৬/৮/২০২০

১) আগামিকাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হবে! 

২) ভারতীয় সেনা এই প্রথম নিয়ন্ত্রণরেখায় মহিলা অফিসার নিয়োগ করল! 

৩) প্রয়াত রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শ্যামল চক্রবর্তী! 

৪) অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনের প্রকৌশল আবিস্কার করে ২০২০ সালের "গান্ধিয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন  এওয়ার্ড" পেলেন খড়গপুর আই আই টি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন অধ্যাপক! 

৫) মার্কিন সংস্থা NOVAVAX-এর শক্তিশালী করোনা টিকা তৈরী হবে ভারতে, দায়িত্ব পেল সেরাম ইনস্টিটিউট! 

৬) বুদ্ধদেব গুহ'র রোমান্টিক উপন্যাস "বাবলি" চলচ্চিত্রায়িত হতে চলেছে রাজ চক্রবর্তী-র পরিচালনায়!

৭) "ফিউচার ব্রান্ড ইনডেক্স ২০২০"-র বিচারে মুকেশ আম্বানি-র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ব্যবসার বহরে বিশ্বের মধ্যে 
দ্বিতীয়। প্রথম মার্কিন সংস্থা Apple! 

৮) রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন যে সবরকমের বিধিনিষেধ মেনে রেল প্রয়োজনে আরও যাত্রীবাহী ট্রেন চালাতে প্রস্তুত! 

(বিঃদ্রঃ- আমাদের দাবী-"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
      _______________________________

                   এ ক টু  হা সু ন  

ক্যাবলা  কি যেন একটা  কাজে হাওড়া গেছে। ফেরার  ট্রেন ধরেছে। প্রচণ্ড ভিড়। কিন্তু   কখন স্টেশন ছাড়বে  ঠিক  নেই।আরও  কিছুক্ষণ পরে  ট্রেন ছাড়লে ভিড়ের মধ্যে কেউ একজন জানতে চাইল : দাদা, বালি ধরবে?

জানলার দিকে মুখ করে দাঁড়ানো ক্যাবলা নির্লিপ্ত মুখে জবাব দিল, সিমেন্ট  লাগালেই ধরবে।
__________________________________
                 কাল প্রকাশ পাবে
        বিশেষ সংখ্যা ও আড্ডা ভিডিও  
www.jaladarch.com  

 

Post a Comment

1 Comments

  1. কালীপদ চক্রবর্ত্তীAugust 06, 2020

    খুব ভাল লাগছে।

    ReplyDelete