
দি নে র শে ষে
৭/৮/২০২০
১) ভারতের কম্পট্রোলার অফ অডিটর জেনারেল(CAG) হিসাবে নিযুক্ত হলেন গিরীশ চন্দ্র মুর্মু!
২) ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ১০টি কয়লাখনি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল।
৩) রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখায়েল মুরাস্কো জানিয়েছেন যে গামালোর সেন্টারের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শেষ হয়েছে।
৪) কর্ণাটকের হাম্পি-তে তৈরী হতে চলেছে ২১৫ মিটার উঁচু হনুমানের মূর্তি, খরচ ১২০০ কোটি টাকা!
৫) রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ!প্রথম দশজনের মধ্যে CBSE-র ৭ জন,ISC-র ২ জন ও উচ্চমাধ্যমিকের ১ জন!
৬) টাইমস অফ ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী আসন্ন IPL-এর স্পনসরশিপের দৌড়ে Amazon এগিয়ে আছে!
৭) Internet Giant "গুগল" প্রায় ২৫০০টি চিন-সম্পর্কিত ইউটিউব চ্যানেল ডিলিট করল!
৮) বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের :- বন্ধ হতে চলেছে ইংরেজ আমল থেকে চলা খালাসি প্রথা এবং অফিসারদের বাংলো-পিওন পদে আর নতুন নিয়োগ হবে না!
৯) চিনের প্রত্যক্ষ সহযোগিতায় পারমাণবিক বোমা তৈরী করতে চলেছে সৌদি আরব!
১০) শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে পুনরায় ক্ষমতা দখল করল মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পিপলস পার্টি(SLPP)!
(বিঃদ্রঃ - আমাদের দাবী-"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
____________________________
একটু হাসুন
হাওড়া লোকালে দিনের যে কোনো সময় ভিড়ে ঠাসা থাকে। তারই মধ্যে কোনোরকমে ক্যাবলা জায়গা করে নিয়েছে। এক তো এতক্ষণের জার্নি তার ওপর স্বভাব সুলভ মজা করতে পারছে না। সবমিলিয়ে মেজাজটা যায় যায় করছে। এমন সময় ভিড়ের মধ্যে কেউ জানতে চাইল: সামনে কি বালি?
ভিড়ের মধ্যে থেকেই ক্যাবলা উত্তর দিল: কয়েকটা সুগ্রীবও আছে।
----------------------------------------------------
প্রকাশিত
২২ শে শ্রাবণ || সুর ও স্বর
0 Comments