জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ৩ সেপ্টেম্বর ২০২০


৩/৯/২০২০


১) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC)- এর নির্দেশমতো এই মাসেই চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে!

২) IPL থেকে সরে গেলেন মুম্বই ইন্ডিয়ানস তথা শ্রীলঙ্কার বিশ্বখ্যাত পেসার লাসিথ মালিঙ্গা!

৩) Future ম্যাগাজিনের বাছাইয়ে বিশ্বের প্রভাবশালীদের তালিকায়(40 under 40) মুকেশ আম্বানি-র সন্তানদ্বয় ইশা ও আকাশ এবং Byju's-এর কর্ণধার বাইজু রবীন্দ্রন স্থান পেলেন! 

৪) আগামী ১৫ কিংবা ১৬ সেপ্টেম্বর থেকে সকাল ৮টা - রাত ৮টা পর্যন্ত রাজ্যে মেট্রো পরিষেবা চালু হবে। 

৫) ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে যে হিংসা ছড়ানোর অভিযোগে শুধুমাত্র চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ২ কোটি ২৫ লক্ষ পোস্ট delete করা হয়েছে। 

৬) রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাই মুরাস্কো জানিয়েছেন যে করোনা-প্রতিষেধক Sputnik-V'এর  প্রথম ব্যাচ বাজারে আসতে চলেছে সেপ্টেম্বরের মধ্যেই! 

৭) মায়ামি সমুদ্র সৈকতে রহস্যময় মৃত্যু বিখ্যাত "ডি জে" এরিকো মোরিলো-র! 

৮) করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলিয়ান বিশ্বখ্যাত ফুটবলার নেইমার

৯) আগামী ৯ সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হবে। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
________________________________________

একটু হাসুন 

পাপ্পু : ডাক্তারবাবু, আমার একটা সমস্যা হচ্ছে! 
ডাক্তার : কি? 
পাপ্পু : যখন যার সাথে কথা বলি, তা'কে দেখতে পাই না! 
ডাক্তার : কখন এমন হয়? 
পাপ্পু : যখন কারুর সাথে ফোনে কথা বলি!
------------------------------------------

আগামীকাল প্রকাশ পাবে

  

Post a Comment

0 Comments