জ্বলদর্চি

৪ সেপ্টেম্বর ২০২০

আ জ কে র  দি ন 

4 September 2020 
বাংলায় --- ১৮ ভাদ্র ১৪২৭ শুক্রবার


আজ, স্বনামখ্যাত  সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন। কল্লোল যুগের এই লেখক বহুমুখী প্রতিভার অধিকারী।তাঁর সৃষ্ট ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু চরিত্রগুলিতে আজও  বাঙালি  কিশোর মজে যায়।


আজ, ভারতের স্বাধীনতা সংগ্রামী দাদাভাই নৌরজীর জন্মদিন। ইনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন।১৯০৬ সালে কংগ্রেসের কলিকাতা অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে তিনি প্রথম ভারতের স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেন।

আজ, সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের প্রয়াণ দিবস। রাঢ়ের রুক্ষ মাটিতে  জন্ম নেওয়া এই মানুষটির লেখার পরতে পরতে জড়িয়ে  আছে দেশের মাটি ও মানুষের  কথা।'অলীক মানুষ' উপন্যাসটির জন্য সাহিত্য অকাদেমী পুরস্কারে সম্মানিত হন। 

আজ, জ্ঞানচন্দ্র ঘোষের জন্মদিন। ভারতে প্রযুক্তি শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা নেন। মাস্টার ডিগ্রি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি  কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের কাছ থেকে অধ্যাপকের পদ গ্রহণে আমন্ত্রণ পান। আলোক রসায়ন সম্পর্কে তাঁর  গবেষণা উল্লেখযোগ্য। 

আজ, বাঙালি সাহিত্যিক  এস ওয়াজেদ আলীর জন্মদিন। ইনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। মূলত প্রাবন্ধিক ও ভ্রমণ কাহিনী রচনা করেন।

আজ, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী  ভূপেন্দ্রনাথ দত্তের জন্মদিন। দাদা বিবেকানন্দের লেখা তাঁর উপর প্রভাব ফেলেছিল। বাংলা ইংরেজি ইত্যাদি বহু ভাষায় তাঁর অনেক রচনা প্রকাশিত হয়েছে।

মনীষী উবাচ :
বৈচিত্র্যই সংসারের স্বাস্থ্যরক্ষা করে। (রবীন্দ্রনাথ  ঠাকুর)
_______________________________________
আজ প্রকাশিত হবে
 

Post a Comment

0 Comments