উপস্থাপনার সাতকাহন
পৌ লো মী ভ ট্টা চা র্য
সপ্তম পর্ব
"আমাদের সম্বল"
বাঙালির জীবন পাল্টে গেছে। পরিবার নিউক্লিয়ার। আদর্শের এ্যানাটমী অন্যরকম। সেকেলে দাদা দাদু বৌদিরা নেই। পাড়া আছে, পাড়া কালচার নেই। মানুষ আছে , অবয়ব নেই। আমাদের জীবন আমাদের অচেনা।মানুষ হাসতে চায়, মজা পেতে চায় ,কিন্তু মনের গঠন ভেতরে ভেতরে এতটাই বদলে গেছে, নিজেই জানে না। অনুভূতিশূন্য মন , কোন কিছুই দাগ কাটে না। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছেন..... "মানুষ এখন বিত্তহীন তো বটেই, বৃত্তিহীনও। হৃদয় সম্পর্কে ধারণা না থাকলেও 'বাইপাস' জানে।....শিক্ষা তখনই অশিক্ষা হয় যখন অর্থের মূল্যে তাকে মাপা হয়।"
মেয়ে হলে এখনো আমরা মনে মনে একটু দমে যাই, ট্রেন্ড মেট্রনকে পাত্তা দিই না কিন্তু হাতুড়ে ফাঁকিবাজকে ব্রহ্মতালুতে রাখি।মিডিয়াতে অনর্গল কথা বলে চলা , লিখে চলা মানুষটির জন্য উপেক্ষা!
অথচ গ্লোবালাইজড পৃথিবীতে "একুশ বছর বোধহয় " দের ইচ্ছা জাগে, 'উপস্থাপক' হলে বেশ হয়। কিন্তু, কয়েকটি দামি পাঞ্জাবি এবং গোটাকয় শাড়ি উপস্থাপনার একমাত্র উপকরণ নয় কোনদিনই, সেটা ভুলে যায়। বিশ্বসাহিত্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলে কোন কথাই 'কথা ' হয়ে ওঠে না। তৈরি হয়না মুহূর্ত।উচ্চারণ বাচনভঙ্গি সাহিত্যবোধ একাকার হয়ে যে কয়েকটি ঘণ্টাকে বেঁধে রাখে তার মুলটি গাঁথা গভীরে। সেই গভীরতা অব্দি পৌঁছতেই হবে। "শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ।"
প্রত্যেক উপস্থাপকের নিজস্ব প্রকাশ কৌশল আছে।
আর তা ব্যক্তিগত। এখানেই ব্যক্তি মানুষের জীবন দর্শনের প্রভাব পড়ে তার উপস্থাপনের প্রত্যেক বিভঙ্গে। আর সেই জন্যই নিজস্ব জীবন চর্যা এবং চর্চার প্রসঙ্গ বারবার আলোচনায় এসেছে। প্রতিদিন নিজের সঙ্গে দেখা না হলে উপস্থাপনের যে কোনো উচ্চারণই সারশূন্য মনে হতে বাধ্য।
আর এখানেই আশ্চর্য যে এই একক অনুশীলন মাইক্রোফোনের সামনে নয় গোটা জীবন সময়জুড়ে চলতে থাকে। এখানেই উপস্থাপকের বাড়তি উপরি পাওনা। অর্থ যশ এর বাহ্যিক সুখটুকু ছাড়াও এই আন্তরিক অনুভবটুকু একেবারে ভিতরের। কত হিমশীতল সময় যে ঐ ওম টুকুই উতরে দেয়, তা অপরে না বুঝলেও মন ঠিক খবর রাখে।
পাল্টে যাওয়া সময় এর ঘাড়ের ওপর চেপে তাকে ঊর্ধ্বগামী করার ইচ্ছেটাই আজকের চ্যালেঞ্জ। সময়কে ভুলতে হবে কানা কুকুরের এঁটোকাটা। ভুলতেই হবে যাবতীয় বন্ধ্যাত্ব। শপিংমলের ঠান্ডা, মাইক্রোভেনের গরম নেটফ্লিক্সের সিরিজ এর মাঝখান থেকে উঠে আসা ফিনিক্স পাখিটাকে আবিষ্কার করার নামই উপস্থাপন। প্রয়াসে সে চিরকালই পারঙ্গম। জীবন এবং জীবিকায়.... এ রোদ্দুরটুকুই আমাদের আজকের সম্বল।
0 Comments