৪/৯/২০২০
১) ভারতীয় রেল বোর্ডে বড়সড় সংস্কার -
চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে যুক্ত করা হল CEO পদ!
২) সূত্রের খবর, ভারতে নিষিদ্ধ ভিডিও গেম PUBG-র ৩৩ মিলিয়ন খেলোয়াড় ছিল।
৩) ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য অনুযায়ী আমাদের দেশে প্রতি ঘন্টায় ৫ জন কৃষক আত্মঘাতী হন।
৪) ভারতে নিষিদ্ধ হওয়ার ফলে বছরে কম করে ৭৩১ কোটি টাকা ক্ষতি হবে PUBG কোম্পানির!
৫) মার্কিন ম্যাগাজিন "ফোর্বস"- এর সমীক্ষা অনুযায়ী আয়ের দিক থেকে বিশ্বের প্রথম ১০ জন সেলিব্রেটির তালিকায় ফুটবলার হিসাবে শীর্ষে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০১৯-'২০ মরশুমে তাঁর মোট আয় ১০৫ মিলিয়ন ডলার)!
৬) বাংলার পুরোহিতগণের একাংশ আকাশবাণী কর্তৃপক্ষকে আগামী ১৭ অক্টোবর প্রভাতী অনুষ্ঠান (মহিষাসুরমর্দিনী) সম্প্রচারের অনুরোধ করলেন।
৭) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপত্র মার্গারেট হ্যারিস জানিয়েছেন যে ২০২১-এর মাঝামাঝির আগে করোনাভাইরাসের টিকা ব্যাপক হারে বাজারে আসার সম্ভাবনা কম!
৮) এইবার আই পি এল(২০২০)-এর আসর থেকে সরে গেলেন চেন্নাই সুপার কিংসের হরভজন সিং!
৯) আই পি এল(২০২০)-এর ধারাভাষ্যকারগণের প্যানেল থেকে বাদ গেলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_______________________________________
এ ক টু হা সু ন
পুলিশ : পাপ্পু, মরার আগে তোমার শেষ ইচ্ছা কি?
পাপ্পু : আমার শেষ ইচ্ছা পূরণ করবেন, স্যার?
পুলিশ : অবশ্যই, বলো!
পাপ্পু : তা'হলে স্যার, ফাঁসির সময় আমার মাথা নিচে আর পা ওপরে রাখবেন!
_____________________________________
প্রকাশিত
www.jaladarchi.com
0 Comments