১৪/৯/২০২০
১) ইউ এস ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন অষ্ট্রিয়ার ডমিনিক থিম!
২) দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ বছর থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার (.২০) শতাংশ হ্রাস করল!
৩) লোকসভার বাদল অধিবেশনের শুরুতেই ২৫ সাংসদের করোনা ধরা পড়ল!
৪) ১৭৭ দিনের মাথায় সাধারণ যাত্রীদের জন্য মেট্রোর চাকা গড়াল, যাত্রীসংখ্যা অপেক্ষাকৃত কম।
৫) জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ইওশিহিদে সুগা!
৬) লিগ ওয়ানের ম্যাচে মার্সেই-এর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের শিকার হলেন পি এস জি-র নেইমার!
৭) করোনা মোকাবিলায় মহালয়ার সকালে(১৭/৯) দক্ষিণেশ্বর মন্দির বন্ধ থাকবে।
৮) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হলেন হরিবংশ সিংহ!
৯) রাজ্যের ৮ হাজার পুরোহিতকে এক হাজার টাকা করে ভাতা এবং আবাস যোজনায় ঘর তৈরি করে দেওয়া হবে।
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________________
এ ক টু হা সু ন
বল্টু : জানিস পাপ্পু, বৌ ভাত খেতে ডাকলেই সঙ্গে সঙ্গে হাজির হই না!
পাপ্পু : কেন? কেন?
বল্টু : সঙ্গে সঙ্গে গেলে বোতলে জল ভরতে আর আলুভাতে মাখতে হবে যে!
____________________________________________
আগামীকাল প্রকাশ পাবে
www.jaladarchi.com
0 Comments