জ্বলদর্চি

১৫ সেপ্টেম্বর ২০২০

আ জ কে র  দি ন 

15 September 2020
বাংলায়--২৯ ভাদ্র ১৪২৭ মঙ্গলবার 

আজ, চিরকালের জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর জন্মদিন। বিষয়ের প্রাণবন্ততা ও একসময়ের গ্রামবাংলার মানুষ ও তার পারিপার্শ্বিককে সহজ,সরল ভাষায় নিখুঁত সাবলীল রূপায়ণ-ই তাঁর  জনপ্রিয়তার মূলে।

আজ, কবি মন্দাক্রান্তা সেনের জন্মদিন। ১৯৯৯ সালে 'হৃদয়ে অবাধ্য মেয়ে' কবিতা গ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। 

আজ, অপরাধমূলক কল্পকাহিনী লেখক আগাথা ক্রিস্টির জন্মদিন। ইনি 'The  Queen of Crime' নামেও পরিচিত। তাঁর  সৃষ্ট গোয়েন্দা চরিত্র এরকুল পেয়ারো  ও মিস মার্পল-এর কাহিনীগুলো  খুব আকর্ষণীয়।

১৯২৮ সালে আজকের দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন  আবিষ্কার করেন। 

১৯৫৯ সালে আজকের দিনে ভারতে প্রথম দূরদর্শন সম্প্রচার শুরু হয়।

আজ, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য আজকের দিনটি উৎসর্গীকৃত।


মনীষী উবাচ :

তিক্ততার মধ্য দিয়ে সংসার ছেড়ে শুধু হতভাগ্য লক্ষ্মীছাড়া জীবনই যাপন করা চলে, কিন্তু বৈরাগ্য সাধন হয় না।(শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)
---------------------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার 
----------------------------------------------------------------------
আজ ঠিক সকাল ১০.৩০টায় জ্বলদর্চি ফেসবুক ও ওয়েবসাইট-এ লাইভ। প্রকাশ পাবে--

  

Post a Comment

0 Comments