জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন

 

১৯/৯/২০২০


১) প্রতিরক্ষা ক্ষেত্রে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশী লগ্নিতে সিলমোহর কেন্দ্রের! 

২) করোনা ঠেকাতে শিয়ালদা ডিভিশনে পৌঁছল আই সি এফ এবং বম্বারডিয়ারের যৌথ উদ্যোগে তৈরী উন্নত প্রযুক্তি লোকাল ট্রেনের ৬টি আধুনিক রেক্! 

৩) কোভিডেও পৌষমাস! 
মার্কিন ম্যাগাজিন "ফোর্বস"-এর 'রিয়েল টাইম বিলিওনিয়ার'-তালিকায় আরও ১৫ জনের নাম সংযোজিত হল!মোট সংখ্যা দাঁড়াল ১১৭,করোনা আবহের আগে সংখ্যাটি ছিল ১০২!এই ১১৭ জন ভারতীয় বিলিওনিয়ারের সম্পত্তির পরিমাণ ৩০ হাজার কোটি ডলার! 

৪) আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবি-র শেখ জায়েজ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হল ত্রয়োদশ আই পি এল! 

৫) ৮৫ বছর বয়সে চলে গেলেন মনমাতানো রবীন্দ্রসংগীতশিল্পী পূর্বা দাম! 

৬) জাতীয় পুরস্কার উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন যে করোনার আবহে ডিজিটাল পেমেন্ট বেড়ে যাওয়ার ফলে আর্থিক প্রতারণা ক্রমাগত বাড়ছে! 

৭) ভারতীয় নৌসেনার কাছে গর্বের এক নাম "আই এন এস বিরাট" ৩০ বছর ধরে জাতির সেবার পর মুম্বই থেকে গুজরাতের জাহাজভাঙ্গা কারখানায় আজ হাজির হল। 

৮) মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী রবিবার থেকে নিষিদ্ধ হতে চলেছে দুই চিনা জনপ্রিয় app. WeChat, TikTok! 

৯) প্রকাশক সংস্থা পেঙ্গুইন রানডম হাউজ জানিয়েছে যে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-র ৭৬৮ পাতার আত্মজীবনীমূলক গ্রন্থ "এ প্রমিজড্ ল্যান্ড(১ম খন্ড)"!

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_______________________________________

এ ক টু  হা সু ন 

পাপ্পু : জানিস বল্টু, স্যানিটাইজার দিন দিন খৈনির মতো হয়ে যাচ্ছে! 
বল্টু : কেমন করে? 
পাপ্পু : বের করলেই কেউ কেউ হাত পেতে চাইছে-"ভাই, একটু দেবেন তো"!
-------------------------------------------------
লিনক- এ ক্লিক করে দেখে নিন।  



     


Post a Comment

0 Comments