জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ৫ সেপ্টেম্বর ২০২০

৫/৯/২০২০


১) বার্সেলোনা-তেই রয়ে গেলেন লিওনেল মেসি! 

২) আনলক ৪-পর্বে ১২ সেপ্টেম্বর থেকে ৮০টি বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল,বাংলার ভাগ্যে ২টি -১)তিরুচিরাপল্লী-হাওড়া, ২) ইন্দোর -হাওড়া! 

৩) আই পি এল-এর চেয়ারম্যান প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন যে আগামিকাল প্রকাশিত হবে এবারের আই পি এল-এর সূচী! 

৪) কেন্দ্রীয় সরকার সূত্রের খবর যে আপাততঃ দেশের ৩৮টি খনির জন্য নিলাম ডাকা হবে! 

৫) সমীক্ষায় জানা গেছে যে চলতি ২০২১ অর্থবর্ষের গত ৫ মাসেই দেশের সাড়ে ৬ লক্ষ পরিবার বার্ষিক ১০০ দিনের কাজ শেষ করে ফেলেছে! 

৬) স্কেল, রঙের প্যাকেট, পেনসিল, গ্লোব, ল্যাপটপ, বই,আপেল,বাল্ব,সুরের মূর্ছনার চিহ্ন, জ্যামিতির নকশার মতো শিক্ষার ব্যবহৃত  বিভিন্ন জিনিসপত্রের সজ্জায় আজকের "গুগল ডুডল" তৈরী হয়েছে!শিক্ষক দিবস-এ শিক্ষকগণের প্রতি এইভাবে সম্মান জানানো হয়েছে। 

৭) করোনা মহামারীর মোকাবিলায় বিশ্বের সেরা ৫০ জন পরিকল্পনাকারীদের তালিকায় শীর্ষে আছেন আমাদের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা, ২য় স্থানে নিউজিল্যান্ড-এর প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন! 

৮) কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত "স্টেট বিজনেস রিফর্মস একশান প্লান ২০১৯"- এর মারফত জানা গেছে যে ব্যবসার অনুকূল পরিস্থিতির নিরিখে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________________________

একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, আমার বৌ ঝগড়া করে কোনদিন বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলে না! 

বল্টু : ব্যাপারটা তো ভাল, কিন্তু কেন? 
পাপ্পু : আমি তো ঘরজামাই!
_________________________________________

আগামীকাল প্রকাশ পাবে
জ্বলদর্চি কুইজ - ৬
   

Post a Comment

0 Comments