জ্বলদর্চি

৬ সেপ্টেম্বর ২০২০


কার্টুন - সুদেষ্ণা রায়চৌধুরী    


আ  জ কে র  দি ন 

6 September 2020
বাংলায় ---- ২০ ভাদ্র ১৪২৭ রবিবার 

আজ, শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় -এর জন্মদিন। মানসী পত্রিকা দ্বারা আয়োজিত এক প্রতিযোগিতায় 'বুভুক্ষা' গল্প লিখে সাহিত্য  জগতে আত্মপ্রকাশ। বিচারক  শরৎচন্দ্র  চট্টোপাধ্যায় এত মুগ্ধ হন যে নিজের পেনটি তৎক্ষণাৎ উপহার দেন।


আজ, জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোশাওয়ার প্রয়াণ দিবস। বিংশ শতাব্দীর সেরা পরিচালকদের মধ্যে একজন। তার প্রথম চলচ্চিত্র ছিল ১৯৪৩ সালের সানশিরো সুগাতা এবং শেষ চলচ্চিত্র ছিল ১৯৯৩ সালের মাদাদাইয়ো। তাঁর দুটি চলচ্চিত্র সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার লাভ করে।


ইতিহাসে আছে, ১৬৫৭ সালে আজকের দিনে মোঘল সম্রাট শাহজাহান  অসুস্থ  হয়ে পড়েন ও দিল্লির সিংহাসন নিয়ে তাঁর পুত্রদের মধ্যে বিবাদ শুরু  হয়।


১৭৭৮ সালে আজকের দিনে  হুগলীর শ্রীরামপুরে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন হয়েছিল।


মনীষী উবাচ :

কমিটি দ্বারা দেশের অনেক ভালো হইতে পারে;...  কিন্তু এ পর্যন্ত এ দেশে সাহিত্য সম্পর্কীয় কোনো কাজ কমিটির দ্বারা সুসম্পন্ন হইতে দেখা যায় নাই। (রবীন্দ্রনাথ  ঠাকুর)
----------------------------------------------------------------
নির্মাণ- রুম্পা প্রতিহার  
________________________________________

আজ প্রকাশিত হল
জ্বলদর্চি কুইজ - ৬


    

Post a Comment

0 Comments