জ্বলদর্চি

১২ সেপ্টেম্বর ২০২০

আ জ কে র  দি ন 

12  September  2020
বাংলায় ---- ২৬ ভাদ্র ১৪২৭ শনিবার 


আজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় -এর জন্মদিন। পথের পাঁচালী , অপরাজিত ইত্যাদি কালজয়ী উপন্যাসের স্রষ্টা। 

আজ, বাঙালি অনুবাদক ও কবি অরুণাচল বসুর জন্মদিন। কবি সুকান্ত ভট্টাচার্য -এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রথম জীবনে কিছুকাল চিত্রশিল্পের চর্চাও করেন।

আজ, বিশিষ্ট  বাঙালি ইতিহাসবিদ নিমাইসাধন বসুর জন্মদিন। শাশ্বত বিবেকানন্দ, দেশনায়ক সুভাষচন্দ্র: এক ঐতিহাসিক কিংবদন্তি, ভগ্ননীড় বিশ্বভারতী ইত্যাদি গ্রন্থে তাঁর সুচিন্তিত মতামত লিপিবদ্ধ আছে।

আজ, ইতালিও কবি ইউজিনিও মন্তালের জন্মদিন।১৯৭৫ সালে ইনি সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত
 হন।  

মনীষী উবাচ :
মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌরবগাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয়, তাই কি কম? (বিভূতিভূষণ  বন্দ্যোপাধ্যায়)
-------------------------------------------------------------------

আজ সন্ধে ৭ টায়
লিটল ম্যাগাজিনকে ভালোবেসে...

Post a Comment

0 Comments