আ জ কে র দি ন
13 September 2020
বাংলায়-- ২৭ ভাদ্র ১৪২৭ রবিবার
৬০( মতান্তরে ৬৩)দিন অনশনে থাকার পর ১৯২৯ সালে আজকের দিনে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন। লাহোর ষড়যন্ত্র মামলায় ইনি গ্রেপ্তার হন। ভগৎ সিং-এর মতাদর্শে বিশ্বাসী ছিলেন। জেলবন্দীদের ন্যূনতম অধিকারের দাবিতে অনশনে রত হয়েছিলেন।
আজ, বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্মদিন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা তবে তাঁর ভ্রমণকাহিনী বিশেষভাবে জনপ্রিয়। দেশে বিদেশে, জলে ডাঙ্গায় ইত্যাদি তাঁর বিখ্যাত ভ্রমণ কাহিনী। ২০০৫ সালে বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর একুশে পদকে সম্মানিত করেন।
আজ, বিশিষ্ট বাঙালি কবি ও সুরকার রজনীকান্ত সেনের প্রয়াণ দিবস। ভক্তিমূলক ও স্বদেশপ্রেম তাঁর গানের মূল উপজীব্য। স্বদেশী আন্দোলনের সময় তাঁর রচিত ও সুর দেওয়া গান-" মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই"খুবই জনপ্রিয় হয়েছিল।
১৫০১ সালে আজকের দিনে পাথর ও পারিশ্রমিকের আশ্বাস পেয়ে মাইকেল এঞ্জেলো তাঁর সৃষ্ট নকশা অনুযায়ী বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণের জন্য পাথরে ছেনি চালাতে শুরু করেছিলেন।
১৯২২ সালে আজকের দিনে লিবিয়ারআলজাজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ১৩৬ ডিগ্রি ফারেনহাইট ধরা পড়েছিল।
মনীষী উবাচ :
এক দোর বন্ধ হলে দশ দোর খুলে যায়; বোবার এক মুখ বন্ধ হলে দশ আঙুল তার ভাষা তর্জমা করে দেয়।(সৈয়দ মুজতবা আলী)
________________________________________
সংকলক - রুম্পা প্রতিহার
_________________________________________
আজ প্রকাশ পেল
জ্বলদর্চি কুইজ - ৭
নির্মাণ- ঋতরূপ ত্রিপাঠী
www.jaladarchi.com
0 Comments