১২/৯/২০২০
১) আগামী ২১ সেপ্টেম্বর থেকে খুলবে আগ্রার তাজমহল!
২) অকালে চলে গেলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়ালের ৩৫ বছরের ছেলে উদীয়মান সঙ্গীত পরিচালক আদিত্য পাড়োয়াল!
৩) JEE(main) Result 2020 প্রকাশিত হল।
৪) কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যে কোন কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা ৩১ ডিসেম্বর'২০২০ পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবে।
৫) ভারতের জন্য বাংলাদেশের প্রাক-পুজো উপহার ১৪৫০ মেট্রিক টন ইলিশ মাছ আসতে চলেছে।
৬) আই পি এল-এর ইতিহাসে প্রথম আমেরিকান ক্রিকেটার! কলকাতা নাইট রাইডার্স দলে অন্তর্ভুক্ত হলেন মার্কিন বংশোদ্ভূত আলি খান!
৭) মুডিজ ইনভেস্টর সার্ভিস-এর ভবিষ্যদ্বাণী :-
চলতি আর্থিক বছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার খুবই হতাশাজনক পর্যায়ে পৌঁছবে!
৮) করোনা আবহে চলতি বছরে কেন্দ্রের আইন সংশোধনের জেরে রবীন্দ্রভারতী,বর্ধমান,কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা (Distance Education) অনুমোদন পেতে চলেছে।
৯) দিল্লির "থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর সিভিল সোসাইটি" এবং কানাডার "ফ্রেজার ইনস্টিটিউট"-এর যৌথ সমীক্ষা মারফত জানা গেছে যে আন্তর্জাতিক স্বাধীনতা সূচক(২০২০)- এর তালিকায় গতবারের থেকে ২৬ ধাপ পিছিয়ে ১০৫-তম স্থানে নেমে এল আমাদের ভারত! তালিকায় শীর্ষে যৌথভাবে হংকং ও সিঙ্গাপুর!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________________
এ ক টু হা সু ন
বহু পুরাতন এক প্রাইভেট গাড়ির নিলাম হচ্ছে -
১ লাখ,২ লাখ,৩ লাখ......
বল্টু : এত ভাঙ্গাচোরা গাড়ির এত দাম উঠছে কেন?
পাপ্পু : এই গাড়িটা আগে ৫ বার বিক্রি হয়েছিল!প্রতিবারই এক্সিডেন্টে হয়েছে এবং প্রতিক্ষেত্রেই মালিকের বৌ মারা গেছে!
বল্টু : (আচমকা চেঁচিয়ে উঠল) আমার দর ৪ লাখ!
__________________________________________
আগামীকাল সকাল ১০.৩০ টায় প্রকাশ
0 Comments