জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৪ অক্টোবর ২০২০

                           দিনের শেষে 

২৪/১০/২০২০

১) ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োকেন লিমিটেডের ডিরেক্টর কিরণ মজুমদার শ জানিয়েছেন যে ২০২১ সালের জুন মাসের মধ্যে ভারতে তৈরী  হয়ে যাবে করোনা-র টিকা! 

২) কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ব্যক্তিগত করদাতাগণ তাঁদের আই টি রিটার্ন জমা দিতে পারবে ৩১ ডিসেম্বর পর্যন্ত! 

৩) দর্শকশূন্য বেলুড়মঠে উদযাপিত হল ঐতিহ্যবাহী কুমারীপুজো! 

৪) দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ! 

৫) যাত্রীদের লাগেজ বহনের অসুবিধা দূর করতে ভারতীয় রেলের নতুন পরিষেবা "Bag On Wheel"!

৬) একমাস ধরে চলা আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার

৭) আজ আই পি এল-এর ৪৩-তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদ, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

৮) দেশের সকলকে কোভিড টিকা দিতে পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)


একটু হাসুন 

এক মাতাল ও এক মহিলার মধ্যে কথোপকথন :-মাতাল : তুই মুটকি! দাঁত উঁচু! পেত্নির মতো দেখতে! মহিলা : তুই তো মাতাল! নর্দমায় পড়ে থাকিস! মাতাল : সে তো আমি সকালেই ঠিক হয়ে যাই! কিন্তু তুই ?


লিমেরিক 

বিনোদ মন্ডল 
১.
যে যার ঘরে থেকো ; থেকো যোজন দূর 
ভার্চুয়াল অঞ্জলির জেনো গো দস্তুর ! 
মন্ত্র পড়ার শেষে 
মন্ডপেতে এসে
পুষ্প সব স্পর্শ পাক দেবীর পদরেণুর ! 

২.
পুরনো গান অনেক দিনের পরে
আনন্দ-আবহে বাজে শারদ ভোরে --
সোনালী রোদ্দুর 
মধুমাখা সুর
মানবেন্দ্র - শ্যামল - মান্না - হেমন্তের স্বরে।

প্রকাশিত।  ক্লিক করে পড়ুন। 

-------------------
আরও  পড়ুন 
২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র গুচ্ছকবিতা
অনুবাদ - সৌ মে ন  শে খ র

ক্লিক করুন 👇
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇

Post a Comment

0 Comments