জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ৪ অক্টোবর ২০২০

দিনের শেষে 

৪/১০/২০২০

১) দূরদর্শনের বাংলা ধারাবাহিকের টি আর পি-অনুযায়ী তালিকায় প্রথম স্থানে রয়েছে "করুণাময়ী রাণী রাসমণি", দ্বিতীয় স্থানে "কৃষ্ণকলি" এবং যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে "মোহর" এবং "সাঁঝবাতি"!

২) আই পি এল-এর আজকে ২য় ম্যাচ(প্রতিযোগিতার ১৮-তম) চলছে কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের মধ্যে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে! 

৩) এবারে উঃ ২৪ পরগণা জেলার টাকি-র ঘোষ জমিদার বাড়ির দুর্গাপুজো ৩৫১ বছরে পদার্পণ করছে! এই পুজোতে একবার নেতাজী সুভাষ চন্দ্র বসু এসেছিলেন, বাড়ির মহিলাগণ তাঁকে চন্দনের ফোঁটা, ফুল এবং শঙ্খ বাজিয়ে স্বাগত জানিয়েছিলেন। 

৪) ভারতের প্রথম Push-pull প্রযুক্তির "এরোডায়নমিক ইঞ্জিন" তৈরী করল পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ইঞ্জিনের নামকরণ হয়েছে "তেজস এক্সপ্রেস লোকো"!

৫) ৮৪৫৮ কোটি টাকার দুনিয়ার সবথেকে সুরক্ষিত ও বিলাসবহুল বিমানগুলির মধ্যে একটি Air India One ভারতে এল! দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই বিমানে সফর করবেন! 

৬) কোভিডবিধি মেনে আগামী ১৩ অক্টোবর থেকে দিল্লির অক্ষরধাম মন্দির খুলবে। 

৭) সোশ্যাল মিডিয়া "Instagram"- এর দশ বছর পূর্ণ হল। 

৮) "Sikh For Justice"-নামে খালিস্তানপন্থী গ্রুপের চল্লিশটি ওয়েবসাইট ভারতে নিষিদ্ধ হল। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
_______________________________________

 একটু হাসুন 

স্ত্রী মল্- এর  ভিতর কেনাকাটা করছে দীর্ঘক্ষণ ধরে! বাইরে দাঁড়িয়ে তিতিবিরক্ত স্বামীর ফোন, স্ত্রী-কে! 

স্বামী : আমার পক্ষে মল্-দ্বারে বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়! তুমি যত তাড়াতাড়ি পারো, মল্-ত্যাগ করো!
----------------------------------------------------------------
লিমেরিক

বিনোদ মন্ডল 

১.
শৈশবের খেলা ছিলো ডাংগুলি ;
যৌবনে ব্যাটে-বলে গাংগুলি। 
হায় একি খেল 
জমাট আই পি এল
শহিদ বোলার খায় শুধু রান-গুলি!

২.
স্বঘোষিত সার্বভৌম চ্যাম্প
আবার ভোটে সামিল ডোনাল্ড   ট্রাম্প। 
কথায় কথায় তুড়ি 
হায় ভোঁ কাট্টা ঘুড়ি
হেঁশেলে তাঁর কোভিড করে ক্যাম্প!
--------------------------------------------------------------
আগামীকাল থেকে প্রকাশিত হবে পুজোর লেখা।     
  

Post a Comment

0 Comments