জ্বলদর্চি

৫ অক্টোবর ২০২০

Today is the 5 th October, 2020

আজকের দিন 
বাংলায় ----১৮ আশ্বিন সোমবার ১৪২৭

আজ, প্রখ্যাত সাহিত্যিক  ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ইনি বাংলা গদ্যরীতিতে প্রমথ চৌধুরীর অনুসারী। প্রধানত  ঔপন্যাসিক, তবে বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। অন্তঃশীলা,  আবর্ত ও মোহানা - এই তিনটি  তাঁর ত্রয়ী উপন্যাস নামে পরিচিত। এতে সমকালের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নর-নারীর প্রেম ও আত্মজিজ্ঞাসার কথা আছে। ত্রিধারা তাঁর অপর উপন্যাস।

আজ, ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী হেমন্তকুমার বসুর জন্মদিন। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে দেশ যখন গর্জে উঠেছিল----- তা দশ বছরের বালকের মনে দেশপ্রেমের বীজ বপন করেছিল।তারপর তিনি অনুশীলন সমিতির সদস্য হন। দেশবন্ধুর স্বরাজ্য দলেও যোগদান করেন। তাছাড়া নেতাজির বেঙ্গল ভলেন্টিয়ার্সেরও সদস্য ছিলেন।

আজ, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল কর্নওয়ালিসের প্রয়াণ দিবস। ইনি ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ও বিচার ব্যবস্থা সংস্কারের জন্য বিখ্যাত।

আজ,পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের (Imran Khan)জন্মদিন। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। তাঁর অধিনায়কত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে। বর্তমানে ইনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে রত। জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।

আজ, টাইটানিকের নায়িকা হিসাবে খ্যাত কেট উইন্সলেটের (Kate Winslet)জন্মদিন। পুরো নাম কেট এলিজাবেথ  উইন্সলেট। পেশাজীবনে বিভিন্ন রকম চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। ছয়বার অ্যাকাডেমি পুরস্কার-এর জন্য মনোনীত হয়েছেন। তবে দ্য রিডার-এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি পুরস্কার সম্মানিত হন।

আজ, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক স্টিভ জোবসের (Steven Paul Jobs) প্রয়াণ দিবস।  তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে একসময় বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে অ্যাপেল সংস্থা ত্যাগ  করে নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন। পরে দুটো  সংস্থা এক হলে তিনি আবার অ্যাপেলে ফিরে আসেন।

মনীষী উবাচ:

অন্ধ ভক্তি অন্ধ মানুষের মতো অভ্যাসের পথ দিয়া অনায়াসে চলিয়া যায়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
---------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
---------------------------------------------------------
প্রকাশিত 
 

Post a Comment

0 Comments