দিনের শেষে
৫/১০/২০২০
১) কার্টুনিস্ট রাইটস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল জানিয়েছে যে এবারের "রবার্ট রাসেল কারেজ ইন কার্টুনিং" পুরস্কার পেয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগার-বন্দী কার্টুনিস্ট বাংলাদেশের আহমেদ কবির কিশোর!
২) অভিনেতা তথা সমাজকর্মী সোনু সুদ চন্ডীগড়ের সরকারি স্কুলের পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার জন্য স্মার্টফোন দিলেন।
৩) আজ আই পি এল-এর ১৯-তম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লী ক্যাপিটলস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে!
৪) Confederation Of All India Traders(CAIT)-কে চিঠি দিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইঙ্গিত দিল যে কারেন্সি নোট থেকেও করোনা ছড়াতে পারে!
৫) আই আই টি-র Joint Entrance Advanced Examination-এর ফলাফল প্রকাশিত হল। সার্বিকভাবে প্রথম হয়েছে পুণের চিরাগ ফলোর, মেয়েদের মধ্যে প্রথম মোরাদাবাদের কণিষ্কা মিত্তল!
৬) ৭৮ বছর বয়সে চলে গেলেন গায়ক- অভিনেতা শক্তি ঠাকুর।
৭) হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় ওষুধ আবিষ্কারের জন্য এই বছর তিনজন নোবেল পুরস্কার পেলেন দুই আমেরিকান চিকিৎসক হার্ভে জে অল্টার এবং চার্লস এম রাইস, ব্রিটিশ চিকিৎসক মাইকেল হাউটন!
৮) টানা চতুর্থবারের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন কাজি সালাউদ্দিন!
(বিঃদ্রঃ -দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
-----------------------------------
একটু হাসুন
ডাক্তার : সরি ভাই, রোগীকে এক ঘন্টা আগে নিয়ে আসলে বাঁচানো যেত!
পাপ্পু : আজব কথা বলছেন ডাক্তারবাবু এক্সিডেন্ট তো হল ২০ মিনিট আগে!
______________________________
লিমেরিক
বিনোদ মন্ডল
১
গ্রাম নগরের পথগুলি সব হতশ্রী
ঠিকাদারে সারাই করে ক্ষতশ্রীর ;
দুর্ঘটনায় মানুষ মরে অহরহ।
তাপ্পি মাল করছে যারা সরবরাহ
তারা ফের ফিতা কাটে পথশ্রী
২
ভাঙছে নদী, ভাঙছে পাড় অষ্টপ্রহর
গিলছে গাঙ চাষের জমি --বসতঘর।
প্রশাসন সাক্ষীগোপাল
পীড়িতদের পোড়াকপাল --
সব হারিয়ে আঁকড়ে ধরে --নদীর চর।
___________________________
0 Comments