Today is the 6 th October, 2020
আজকের দিন
বাংলায় ----১৯ আশ্বিন ১৪২৭ মঙ্গলবার
আজ, বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিন। ইনি গণিত নিয়ে পড়াশোনা করলেও পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তিনি ভারতে নিউক্লিয়ার ফিজিক্সে আধুনিক গবেষণার জন্য ১৯৫০ সালে পশ্চিমবঙ্গে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেছিলেন।
আজ, ব্রিটিশ কবি লর্ড টেনিসনের (Alfred Tennyson, 1st Baron Tennyson) প্রয়াণ দিবস। ভিক্টোরিয়ান যুগের কবিদের মধ্যে অগ্রগণ্য।উল্লেখযোগ্য কাজ Ulyssis, In Memoriam,The charge of The Light, The Lady oh Shallot,The Eagle ইত্যাদি।
১৭০২ সালে আজকের দিনে ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম বিট্রিশ পতাকা উত্তোলিত হয়েছিল। ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সম্মানে দুর্গটির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়ম। মূলত দুর্গটি ছিল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর নিরাপদ অস্ত্রাগার।
মনীষী উবাচ :
গৃহই আমাদের দেশের সমাজের ভিত্তি, সেই গৃহকে যদি আমরা সহজ না করি, মঙ্গল না করি, তাহাকে ত্যাগের দ্বারা নির্মল না করি, তবে অর্থোপার্জনের সহস্র নূতন পথ আবিষ্কৃত হইলেও দুর্গতি হইতে আমাদের নিষ্কৃতি নাই।( রবীন্দ্রনাথ ঠাকুর)
--------------------------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
--------------------------------------------------------
ক্লিক করে পড়ুন 👇
-------------------------
0 Comments