জ্বলদর্চি

৪ অক্টোবর ২০২০

Today is the 4 th October, 2020

আজকের দিন 
বাংলায় - ১৭ আশ্বিন ১৪২৭ রবিবার

আজ, World  Animal  Day।পৃথিবীর সমস্ত প্রাণীদের জীবন রক্ষা ও  সুস্থ জীবন ধারণ ও যাপনের অধিকার রক্ষার উদ্দেশ্যে  আজকের দিনটি উৎসর্গীকৃত।

আজ, বিশিষ্ট বাঙালি কবি মণীন্দ্র রায়ের জন্মদিন।প্রথম কবিতা সুধীন্দ্রনাথের পরিচয় পত্রিকায় ছাপা হয়। প্রথম কাব্যগ্রন্থ :ত্রিশঙ্কু। ১৯৬৬ সালে তার মোহিনী আড়াল  নামক দীর্ঘ  কবিতার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন ১৯৯৩ সালে তিনি 'সনেট সমগ্র' গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।

আজ, কিংবদন্তি বাঙালি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন। ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন।

আজ, থেকে শুরু  হচ্ছে World Space  Week। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ১৯৫৭ সালের ৪ অক্টোবর মানুষের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক মহাকাশে উৎক্ষিপ্ত হয়। শুরু হয় নতুন মহাকাশ যুগের। অন্যদিকে ১৯৬৭ সালের ১০ অক্টোবর মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে একমত হয় বিশ্বের উন্নত দেশগুলো। প্রতিবছর এই দুই দিনকে সামনে  রেখে ৪ থেকে ১০ অক্টোবর পালিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ। মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে মানবজাতির উন্নয়নই এই সপ্তাহ পালনের উদ্দেশ্য।


মনীষী উবাচ :
আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি। যেগুলোকে অসম্ভব মনে করা হতো সেগুলোকে জয় করার মধ্যে দিয়েই ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে। ( চ্যার্লি চাপলিন)
------------------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
------------------------------------------------------------------

প্রকাশিত।  ক্লিক করে দেখে নিন। 


 


Post a Comment

0 Comments