জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২১ নভেম্বর ২০২০

২১/১১/২‌০২০

১) ইতালিয়ান ও পাকিস্তানি প্রত্নতাত্ত্বিকগণ মিলিতভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের সোয়াত প্রদেশে ১৩০০ বছরের পুরোনো এক বিষ্ণুমন্দিরের সন্ধান পেল। 
২) দূরদর্শনের পর্দায় বাংলা ধারাবাহিকের Television Rating Point(TRP)-তালিকায় এই মূহুর্তে প্রথম ৩টি ধারাবাহিক(ক্রমাণুযায়ী)-
মোহর, করুণাময়ী রাণী রাসমণি, খড়কুটো! 
৩) আজ আই এস এল- এর দ্বিতীয় দিনের খেলা চলছে গোয়ার নর্থ ইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি এফ সি-র মধ্যে! 

৪) ডিজিটাল তথ্যের উপর সেন্সরের প্রতিবাদে পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিল গুগল, ফেসবুক  এবং টুইটার! 
৫) লাগাতার নানা মহলের আন্দোলনের চাপে লিলুয়ায় রেলের ওয়ার্কশপে ফিরল বাংলায় লেখা সাইনবোর্ড! 
৬) Industrial Training Institute(ITI)-এর অধিকর্ত্তা সৌমেন বসু-র নির্দেশ :-
আগামী ২৩ নভেম্বর থেকে রাজ্যের আই টি আই-গুলো খুলে দিতে হবে। 
৭) হবু মারকিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন-এর পলিসি ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগে! 
৮) মারকিন ঔষধ প্রস্তুতকারী সংস্থা "ফাইজার" দাবি করল যে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে তাদের করোনা-ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর !
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

মা : সারাদিন তোর একটাই কাজ - মোবাইল টিপে যাওয়া! 
মেয়ে : কি করব, বলো! সারাদিন তোমার মতো টিভি দেখতে ভাল লাগে না!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
বিজন পুরকায়স্থের বিশাল এক পুকুর। 
শান্ত নিঝুম পাড়া সকাল বিকাল দুপুর। 
শুধু এলে আগন্তুক 
তাহার দুরুদুরু বুক ! 
চিৎকারে পিলে কাঁপায় শিকলিবাঁধা কুকুর । 

২.
শিলং গেলো একটি মাস -- শ্যামল দাস। 
বোশেখমাস, ফাঁকা ঘরে -- বোলতাবাস। 
ফিরলো মিডনাইটে
দিলো সুইচ লাইটে --
হুল-পাখিদের কামড় খেয়ে -- ফোলতা-মাস !

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 

Post a Comment

0 Comments