২০২১ নতুন বছর নতুন লেখা
গুচ্ছ কবিতা
সাত্যকি
সময়ের গায়ে দাগ রেখে
যুদ্ধেরও একটা সময় থাকে
সেই কবে থেকে এই হাত জোড়া ক্রমাগত রক্তের গায়ে
দৃষ্টিহীনতার গায়ে দৃষ্টিহীনতা মুখের উপরে মুখ নেমে আসছে
কতদিন এভাবে যুদ্ধ চলবে বল
কত দিন এভাবে পেরিয়ে যাওয়া যাবে পথ?
হাত বেয়ে ঘাম নেমে আসে চাঁদের আলোর মত চকচকে
নিভে আসা একটা ছিন্ন ছবি
যুদ্ধ করারও একটা সময় থাকে
রাত নেমে এলে যুদ্ধ হয় না
এবার বিরতি ঘোষণা আবশ্যিক হয়ে পড়ে
অস্নাত মানুষজন
ঘর ময় গুমোট রাত ছড়ানো ডিমের খোলা আর
ভ্যাপসা গন্ধের সাথে আরশোলা ঝুলের একত্র সহবাস
ঘরের ভিতর মানুষ চোখের সামনে চোখ
বাহুর পাশে বাহু বদ্ধ আঙুলের দেওয়াল
বিশ্বাস এখানে ক্ষমতা হারিয়ে ফেলে
প্রত্যেক মুহূর্ত অপেক্ষা যাপন
পিছু ফিরে একবার দেওয়াল খড়খড়ি কপাট ঘুলঘুলি
আর জমানো হাড়ের গুচ্ছের দিকে চেয়ে থাকে
ঘরের পাশে ঘর জানালার পাশে জানলা আর
দরজাগুলো ভেজিয়ে দিয়ে বিভাগ রচনা করা রাত
এখানে রাত নিবিড় দিন অস্তপ্রায়
এখানে মনের পাশে মনের অভাব
ধুলো আর ধুলো পেখমের মত নেচে ওঠে
বর্ষার জলে দাড়িয়েও ভিজে যেতে পারে না এই ঘরের মানুষ!
সোফায় সাজানো কুশন
কিছুটা দূরত্ব বজায় রেখেছে সময়
তোমার হাতের পাশে এখনও আমার হাত
স্থির নিশ্চল
তুমি অন্ধকারের মাঝে চোখ ফেলে
খুঁজে চলেছ তোমার নিজস্ব প্রতিবিম্ব
পাশাপাশি যাত্রা আমাদের
সে শুধু পুরানো ক্যালেন্ডারের মত
দাগ কেটে আছে গায়ে
হারিয়ে যাচ্ছি আমরা
কোথায় সে পরিচিত খেলার মাঠ
একবার দেখো দূরের ওড়াল পুলে ডুবে যাচ্ছে সূর্য
শীত নামলে কলকাতায়
কলকাতা ডুবে যাচ্ছে আস্ত শীতের গলিতে
ভারি অদ্ভুত লাগে শুনলে
ভাবতেও গা ছমছম করে ওঠে
কিন্তু কাল রাতে শীতের গভীরে কলকাতাকে
তলিয়ে যেতে দেখলাম
আর আমরা কয়েকজন শীতের গায়ে কাঠ জ্বেলে
বসে তাপ পোহাচ্ছি
এখন রোজই দেখছি কলকাতা শীতের গলিতে
ভারি অদ্ভুতভাবে ডুবে যাচ্ছে
আর আমরা কয়েকজন তাপ পোহাচ্ছি
এই কয়েকদিন হল
এই কয়েকদিন হল
আমিও অতীত ভালবাসছি কিনা জানি না
তবে রোজই একটু একটু করে ভেসে যাচ্ছি সেইদিকে
আজ খুব ভোরে পৌঁছে গেছিলাম সেই কলেজের গলিতে
আমরা কয়েকজন হাত ধরাধরি করে
উচ্চস্বরে কিছু কথা বলছি পাশাপাশি
আমাদের হাতে উষ্ণতা
এরপর আলোয় শুকনো খটখটে এক সকাল
নেমে এসেছি জেনেও চোখ খুলি নি
একটু একটু মোহ ধরে রেখে ভেসে গেছি
আমিও অতীত ভালবাসছি কিনা জানি না
তবে রোজই একটু একটু করে ভেসে যাচ্ছি সেইদিকে...
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
আরও পড়ুন
0 Comments