জ্বলদর্চি

Globe Soccer Awards জিতে নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

Globe Soccer Awards জিতে নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! 


২৮ ডিসেম্বর'২০২০

১) ভি ডি ও কনফারেন্সের মাধ্যমে দিল্লি-র ম্যাজেন্ডা লাইনে স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন পরিষেবা(দেশে সর্বপ্রথম) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে জামসেদপুর এফ সি এবং বেঙ্গালুরু এফ সি! 
৩) ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত সেরা ফুটবলার নির্বাচিত হয়ে Globe Soccer Awards জিতে নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! 
সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটি-র পেপ গুয়ার্দিওলা এবং সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। 
৪) ভারত বনাম অষ্ট্রেলিয়ার শততম মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের শেষে স্কোর -
অষ্ট্রেলিয়া ১ম ইনিংস ১৯৫ রান, ২য় ইনিংস ৬ উইকেটে ১৩৩ রান /ভারত ১ম ইনিংস ৩২৬ রান! 
৫) মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ইন্ডিয়া কনফারেন্স- এ বক্তব্য পেশের আমন্ত্রিত হলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন! বক্তৃতার মূল বিষয় : ঝাড়খন্ডে জনজাতির অধিকার ও উন্নয়ন এবং আদিবাসী কল্যাণনীতি! 

৬) আই সি সি'র মতে এই দশকের সেরা ওয়ান ডে একাদশ এমন :-
রোহিত শর্মা, ওয়ার্নার, কোহলি, ডি ভিলিয়ার্স, সাকিব, ধোনি(অধিনায়ক), স্টোকস, স্টার্ক, ইমরান তাহির, মালিঙ্গা, বোল্ট! 
৭) নতুন বছরে চারবার দেখা যাবে গ্রহণ, এরমধ্যে একবার করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ! 
৮) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে ৩০ জুনের পরীক্ষা "হুল দিবস"- এর জন্য ২ জুলাই পিছিয়ে দেওয়া হল। 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্বামীর অস্বাভাবিক অসুস্থতায় ডাক্তার ও স্ত্রী-র কথোপকথন :-
ডাক্তার : কি হয়েছিল বলুন! 
স্ত্রী : তেমন কিছু নয় ডাক্তারবাবু! অফিস থেকে আসার সাথে সাথে বললেন যে পেটে ছুঁচো ডন্ দিচ্ছে, সঙ্গে সঙ্গে এক প্যাকেট ইদুঁর মারার বিষ জলে গুলিয়ে খাইয়ে দিয়েছি।

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
দোলনাতে আর না। 
কচি খোকার কান্না। 
দিনরাত দেয়ালা
প্রাপ্তির পেয়ালা। 
হিরে - চুনি - পান্না। 

২.
রাজনীতি রক্তে -- তবু কেনো দিগভ্রান্ত ? 
মানুষের জন্য কাঁদে তার প্রাণ তো ? 
নাকি শুধু পদ চাই পদ --
গ্রাম থেকে দিল্লির সংসদ! 
চিনে নেবে গরিবের ঘামে ভেজা ঘ্রাণ তো ?

আরও পড়ুন

Post a Comment

0 Comments