জ্বলদর্চি

১০ ফেব্রুয়ারি ২০২১

Today is the 10th February, 2021 
আজকের দিন 
বাংলায় ---২৭ মাঘ বুধবার ১৪২৭

খ্যাতনামা বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ১৯৪২ সালে আজকের দিনে জন্মেছিলেন। তিনি বাংলা চলচ্চিত্র জগতে সেরা কিছু ছবিতে অভিনয় করেছেন। তাঁর  প্রথম চলচ্চিত্র অভিনয় ছিল শিশুশিল্পী হিসাবে। ১৯৫৬ খ্রিষ্টাব্দে তপন সিংহের টনসিল ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। মৃণাল সেনের বাইশে শ্রাবণ, ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, সত্যজিৎ রায়ের মহানগর, চারুলতা, কাপুরুষ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।

   বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি নবীনচন্দ্র সেন ১৮৪৭ সালে দিনে জন্মেছিলেন। তাঁর লেখা বিখ্যাত মহাকাব্য ‘পলাশীর যুদ্ধ’। এতে সিরাজ- উদ -দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ শাসনের শুরুর বেদনাত্মক আখ্যান ফুটে উঠেছে। তাঁর আত্মকথা আমার জীবন একটি উপন্যাসের মত সুখপাঠ্য গ্রন্থ।

   রুশ সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক বরিস পাস্তেরনাক ১৮৯০ সালে আজকের দিনে (মতান্তরে ২৯ জানুয়ারি) জন্মেছিলেন। পুরো নাম বরিস লেয়োনিদভিচ পাস্তেরনাক। তাঁর বিশ্বপরিচিতি ডক্টর জিভাগো উপন্যাসের জন্য। ১৯০৫ সালের রুশ বিপ্লব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে গ্রন্থটি রচিত।

   প্রখ্যাত বাঙালি ইতিহাসবেত্তা ও সমাজকর্মী অক্ষয়কুমার মৈত্র ১৯৩০ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। মানবিক জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি. চিত্রকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর বিচক্ষণতায় প্রভাবিত হয়েই শরৎকুমার রায় বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন।
   বিশ্বের প্রচলিত নাট্যধারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের নাম বের্টোল্ট ব্রেখট (Bertolt  Brecht)। পুরো নাম ইউজিন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখট। ইনি একাধারে কবি, গল্পকার, নাট্যকার, নির্দেশক, অভিনেতা। তবে সব পরিচয় ছাড়িয়ে তাঁর নাট্যকার পরিচিতিই আজ সারা বিশ্বে স্বমহিমায় ভাস্বর। উল্লেখযোগ্য রচনাবলি The Threepenny Opera, Life of Galileo
Mother Courage and Her Children,The Good Person of Szechwan৷ ইত্যাদি। ১৮৯৮সালে আজকের দিনে জন্মেছিলেন।

আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক আলেক্সান্দ্‌র সের্গেইয়েভিচ পুশকিন ১৮৩৭ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ এই কবি ছিলেন রোমান্টিক ধাঁচের। মূলতঃ কবি হলেও তিনি নাটক, গল্প, মহাকাব্য, উপন্যাসও লিখেছেন। তাঁর বিখ্যাত উপন্যাসের নাম ‘ইয়েভেজেনি ওনেজিন'। তাঁর ‘ম্যাসেজ অব ইউরোপ’,‘রুসলাম অ্যান্ড লুদমান’ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। মাত্র ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যুকে রুশ সাহিত্যের বিপর্যয় হিসেবেই দেখা হয়।

   মার্কিন নাট্যকার এবং প্রাবন্ধিক আর্থার অ্যাশার মিলার ২০০৫ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ছাত্রজীবনেই বেশ কয়েকটি নাটক লিখে  পুরস্কৃত হন। ইহুদী বিরোধী মতবাদ সম্পর্কে লেখা ফোকাস  তাঁর একটি অন্যতম নাটক। তাঁর রচিত সবচেয়ে জনপ্রিয় নাটকগুলো হল অল মাই সন্স , ডেথ অব আ সেলসম্যান, দ্য ক্রুসিবল ও আ ভিউ ফ্রম দ্য ব্রিজ ইত্যাদি। ডেথ অব আ সেলসম্যান বইটির জন্য তিনি নাটকে পুলিৎজার পুরস্কারে সম্মানিত হয়েছেন।


  বাংলা চলচ্চিত্রের অনন্য অভিনেতা পাহাড়ী সান্যাল ১৯৭৪ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ছায়াছবিতে আত্মপ্রকাশ মীরাবাঈ ছবিতে। বাংলা ও হিন্দি মিলিয়ে চার দশকে প্রায় ১৫০ টি ছবিতে অভিনয় করেছেন। বাংলা, হিন্দি, উর্দু প্রভৃতি ভারতীয় ভাষা ছাড়াও ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন।

   বাংলার খ্যাতনামা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাই অরবিন্দ মুখোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। ২০১৬ সালে আজকের দিনে তিনি প্রয়াত হয়েছিলেন বিমল রায়ের "উদয়ের পথে' সিনেমা দেখে উৎসাহিত হয়ে শেষপর্যন্ত চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ায় ইতি টেনে চলে আসেন চলচ্চিত্র জগতে। বেশ কিছু পরিচালকের সহকারী হিসেবে কাজ করার পরে নিজেই বড়দার (বনফুল) গল্প নিয়ে 'কিছুক্ষণ' ছবিটি করেন। প্রথম ছবির পরিচালনাতেই মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন। ছবিটি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এরপর একের পর এক  আহ্বান, নতুন জীবন, পিতাপুত্র, নায়িকার ভূমিকায়, ধন্যি মেয়ে, নিশিপদ্ম, মৌচাক অগ্নীশ্বর' র মতো ছবি আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।

মনীষী উবাচ :
আমি যদি আমার চুল দাড়ির যত্ন নিতাম তাহলে আর নিজের মতাে থাকতে পারতাম না।(আলবার্ট আইনস্টাইন)
------------------------
সংকলক- রুম্পা প্রতিহার 
-------------------------
পেজ-এ লাইক দিন👇

Post a Comment

0 Comments