জ্বলদর্চি

ক্যুইজ-২২/ সাগর মাহাত

ক্যুইজ-২২/ সাগর মাহাত


১. কয়লা উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান—
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ

২. কয়লা উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান—
ষষ্ঠ
চতুর্থ
পঞ্চম
তৃতীয়

৩. তাপবিদ্যুৎ শক্তির উৎপাদনের প্রধান কাঁচামাল—
কয়লা
কাঠ
খনিজ তেল
কোনোটাই নল

৪. দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র হল—
মাতলানদী
কালী নদী
দামোদর
ভাগীরথী

৫. খনিজ তেল উৎপাদনে পৃথিবীর প্রথম স্থানে আছে—
সৌদি আরব
কুয়েত
পাকিস্তান
সুইডেন্ট

৬. নরম কাঠের জন্য বিখ্যাত যে দেশ—
কানাডা
ব্রাজিল
ভারত
ডেনমার্ক

৭. পৃৃৃথিবীর মোট স্থলভাগের মধ্যে মরুভূমি হল—
1/5 ভাগ
1/4 ভাগ
1/8 ভাগ
1/7 ভাগ

৮. দস্তা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে—
চিন
রাশিয়া
ব্রাজিল
জাপান

৯. বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ—
চিন
ভারত
ব্রিটেন
শ্রীলঙ্কা

১০. পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত—
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ
ঝাড়খণ্ড
বিহার

১১. 'ভারতের সমুদ্রগর্ভের তৈলক্ষেত্রটির নাম—
বোম্বেহাই
ভারতসাগর
আন্দামান সাগর
কোনোটিই নয

১২. প্রকৃৃৃতির নির্বাচন তত্ত্বের প্রবক্তা—
ডারউইন
জে.পি. সাইমন্ড
মাইকেল ক্লার্ক
হেকেল

১৩. ঘর গরম রাখতে যে শ্রেণির কয়লা ব্যবহার হয়—
বিটুমিনাস
পিট
লিগনাইট
এনথ্রাসাইট

১৪. কাগজ শিল্পের জন্য প্রয়োজন হয়—
শক্ত কাঠ
নরম কাঠ
শক্ত ও নরম কাঠ
কোনোটিই নয়

১৫. বর্তমান ভারতে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ঘাটতি আছে—
20%
30%
35%
40%



ক্যুইজ ২১-এর উত্তর

১. Reduce, Reuse, Recycle ২. আন্দামান নিকোবর দীপপুঞ্জ ৩. কৃষিকাজের সঙ্গে ৪. হার্ভে ৫. অস্ট্রেলিয়া ৬. ক্যান্টারবেরি ৭. রোসেন  ৮. মিথেন  ৯. মায়ানমার ১০. 0.03% ১১. সেন্টপির্টাসবাগ ১২. সবকটি ১৩. ফ্যাদোমিটার ১৪. এডমন্ড হ্যালি ১৫. সর্দার সরোবর প্রকল্প

 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments