জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /দালান জাহান

গুচ্ছ কবিতা 
দালান জাহান

পোস্টার

আজই দেখলাম একটি কালো সকাল
দিগন্ত উপচিয়ে এগিয়ে আসছে
একটি পাখি লাঙলের ফলা ধরে
টেনে নিয়ে যাচ্ছে একটি আস্ত মহাদেশ।
আজই দেখলাম একটি শীর্ষ নদীর ছায়া
চাঁদের মতো মিশ্র মায়ায় কেঁদে কেঁদে মিশে যাচ্ছে সমুদ্রে! সমুদ্রে! পাহাড়ে! পাহাড়ে!
আজই দেখলাম একটি বিমান বন্দর
রাসায়ানিক গন্ধ নিয়ে ডানা মেলেছে
দৃষ্টি নিয়ে ওড়ে যাচ্ছে লজ্জা
প্রতিজ্ঞা নিয়ে পালিয়ে যাচ্ছে লিফলেট
পোস্টার! পোস্টার! পৃথিবী সমমেঘ
ভেজা মাটি ভেজা বুকসেলফ
অঝোরে কাঁদছে কম্পোজারের পালিশ করা আঙুল
জানালারা এতিম শিশু বয়সী রাত সমান নিম্নচাপ
অনন্তকাল! অনন্তকাল তাকিয়ে আছে।



ভালোবাসা ও জলবায়ু

এক ফোঁটা জল আগুনে পড়ে
জ্বলতে জ্বলতে পাখি হয়ে ওড়ে যায় আকাশে
অক্সিজেনে ছড়িয়ে যায় তাপ
স্মৃতিপুড়া ওজোনস্তরে হাতুড়ি বিকট শব্দ করে।
মানুষবেশী ছদ্মরাত পৌঁছে যায় ঘরে ঘরে
নীরবতা! নীরবতা! কী নিষ্ঠুর আহারে!
শরীরের সবকটা হাড় তোমার জন্য চিৎকার করে
দুরত্ব সমান নক্ষত্রবর্ষ
সম্পর্ক সমান পাগলামি পাপ
ভালোবাসা সমান জলবায়ুর স্বাস্থ্য খারাপ।



অবিশ্বাস্য

উপস্থিত কেউ আমার কথায় কান দেবেন না
আমি অস্তিত্বহীন।
দ্বিখণ্ডিত মানুষের কথা বলতে পারি
আমি বলতে পারি রাশি রাশি মৌমাছি
চামড়ায় মোড়ানো একটি টুকরো পাথর
মিছিলে যাওয়া কালো কালো মাথা
বিস্ময়কর এই উজ্জ্বল সভার কথা।

দেয়াল ভাঙার কথা বলতে পারি
অন্ধমরু ধ্বংসস্তুপের নিচে দাঁড়িয়ে
নির্লজ্জের মতো বলতে পারি পার্সিয়াসের কথা
হরিণ ছানা সবুজ ঘাস ভাত এবং হাতের কথা
বার্ধক্যজনিত আলোর ঢেউয়ে ভেসে যাওয়া প্রাণ
ভায়োলিন সুরে ভাগ হয়ে যাওয়া
দু’টুকরো সূর্যের বিধ্বস্ত আঙুলের কথা।
কিন্তু আপনারা বিশ্বাস করবেন না।

ভাজঁপড়া কপাল একদিন মরতে চায় চন্দ্রফাঁসে
পিপীলিকা! পিপীলিকা! ধুলো ভর্তি বিষাদ গণিত
আরও কিছু --
হয় তো হবে হয় তো হবে না
সুতরাং আমার কথা কানে দিবেন না
কুমির খেয়ে ফেলেছে আপনার চোখ
নেপোলিয়ন বসে আছে আপনার হৃদয়ে
বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন না।।



আঙুল

সূর্য ও সাহসে মিশে রঙহীন রঙ
বোবা আকাশ যায় দু'দিকে।
ভালোবাসাহীন ল্যাম্পপোস্টগুলো সুস্বাদু মাংস
আশ্চর্য পেট ঘুমপাড়া খরগোশ দৌড়
ফিরনির গন্ধ হেসে উঠে কচ্ছপ! কচ্ছপ!
বিশ্বাসে মোড়ানো মাতৃত্ব মঠ অতল ডোব
নিদ্রিত চাঁদ চকলেট রুটি।
মাটি ফুঁড়ে ক্ষুধার্ত মার্চ ভ্যাম্পায়ার দাঁত
স্নায়ুতে ঢোলক রক্তগঙ্গা পলাশীর চড়াই
বিপুল বিস্ফোরণ সুবর্ণ-সূর্য
আঙুল-আঙুল টিগার আগুন আগ্নেয়গিরি
ভাঁজহীন সময় সাহসী রেখা জ্বলে! জ্বলে!
চেতনা পারমাণবিক বোম
বিজয় বিস্ফোরিত সমুদ্র মানুষ ।



দুঃখজেট

গর্তগুলো হা করে আছে
তার ভেতরে সাঁতার কাটছে কতগুলো চোখ
কতগুলো জোঁক আটকে আছে পাকস্থলীতে
ভীড় রাস্তায়!  রাস্তায়! আটকে আছে পথ
আহ্ সন্ধ্যা! কী গভীর সন্ধ্যা নেমেছে পৃথিবীতে।
মিথ্যে সব পঙক্তিমালা জট বেঁধেছে
অধিকার! অধিকার! মিছিল কাঁদে।
আত্মঘাতী বড়শি নিয়ে দূর ঢেউয়ের কান্না
ঘাঁটি পেতেছে বাড়ি! বাড়ি!
আগে ও পরে হ্যাঙ্গারে ঝুল স্টেনোটাইপিস্ট
দুঃখজেট
শব্দের আগে পৌঁছে যায়! পৌঁছে যায়!

 
পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments