জ্বলদর্চি

গুচ্ছ ছড়া /মায়া দে

গুচ্ছ ছড়া
মায়া দে 


 চিড়িয়াদের  চিড়িয়াখানা

কেমন হতো যদি রতো
               হাসপাতালে হাঁস
কাদার মাঝে থাকতো যদি
             কাদাখোঁচার বাস।

 কাঠ ঠোকরা কাঠ চেবাতো
              দাঁড় কাকেরা দাঁড়
      দারুন মজা যদি খেতো
               হাড়গিলেরা হাড়।

কেমন হতো চাতক পাখি 
                চাইত যদি চা
পান কৌড়ি পান বিলোতো
              গাল ফুলিয়ে খা।


বাবুই পাখি সেজে গুজে
             থাকেন যদি বাবু
বৌ কথা কও পাখি ডাকে
          বৌ সাড়া দেয় কভু?


গয়না পরে ময়না পাখি
           শোনায় যদি গান
বুলিবুলিতে তাই না দেখে
           বেজায় অভিমান ‌।

দেখবি যতো দেখাবে ততো
                ফিঙে পাখি নাচ
ডুব দেয় দেখ মাছরাঙাটা
              ধরবে কতো মাছ।

ঘুলঘুলিতে চড়াই পাখি
              ফুড়ুৎ ফুড়ুৎ ওড়ে
মাথার উপর ঘর সংসার
            সাহস কেমন করে?

চিড়িয়াদের এই চিড়িয়াখানায়
                যদি এমন হতো
মানুষগুলোই পাখির মতো
               দু একখান রতো।



ইঁচড়ে পাকা ছেলে

ইঁচড়ে পাকা ছেলে 
সেপটি রেজার খুলে
জোড়া ভুরু উড়িয়ে দিলে
গোঁফ জোড়া নেই বলে।

ইঁচড়ে পাকা ছেলে
 বই  পত্তর ফেলে
দাদুর মতো আয়না মেলে
কলপ লগাস চুলে?

ইঁচড়ে পাকা ছেলে
তামাক ডিবে খুলে
আচার ভেবে খুবলে খেলি
পেটটা গেল ফুলে।

ইঁচড়ে  পাকা ছেলে
ভরবো তোকে জেলে
বলে কিনা করবো বিয়ে
চমকে গেল পিলে।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 
রাত দুপুরে 

রাত দুপুরে 
ঘুমের ঘোরে
       শুনছি শুয়ে
        কাঁপছি ভয়ে।
বুক চিতিয়ে
কান পাতিয়ে
          শেয়াল ডাকে
          ঝোপের ফাঁকে। 


নিঃঝুম ঝুম
  চম্পট  ঘুম
        কোন ইশারায় 
         পেঁচা প্রহরায়
ডানা ঝটপট
গেলে পটাপট
           বেচারা ইঁদুর
            বেদনা বিধুর।
 

রাত্রি আঁধার  
মায়া চারিধার 
       লম্বা সুরে
      কাঁদছে দূরে
পাতানো ফাঁদ
একফালি চাঁদ
         সঙ্গী হারা
         রাত্রি সারা।

রাতের ব্যথা
লক্ষ  কথা 
         দেখে বৃক্ষ
         জানে দুঃখ
জানে তারা
আকাশ ভরা
             করুণ চোখে
             সাক্ষী থাকে


 ভূতের পুতের বিয়ে

ভূতের  পুতের বিয়ে
ছাদনা তলায় গিয়ে  
মামদো ভূতের ছেলের সাথে
শাকচূর্ণীর ঝিয়ে।

টোপর মাথায় বর
সবাই মিলে ধর
পালকি থেকে নামছে পরে
মখ্মলি কাপড়।

কোনে লাজে মরে
নাকের নোলক নড়ে
ঘোমটা টেনে মুখটি ঢাকে
বর দেখছে আড়ে।

ঐ উলুধ্বনি রবে
মালা বদল হবে
বর যাত্রী হল্লা করে
মুড়কি মিঠাই খাবে।

মিষ্টি পান হাতে 
ভূতুনিদের সাথে
গেছো ভূত আর মেছো ভূতে
হাঁহাহিঁহি রাতে।


Post a Comment

3 Comments

  1. Fine , humorous and interesting.

    ReplyDelete
  2. আমার প্রিয় বোন মায়ার জলদর্চি পেজ এ দুর্দান্ত চারটে সুন্দর কবিতা পড়লাম। বাচ্চা বুড়ো সকলেই এই কবিতা গুলো পড়ে সত্যিকারের এক আনন্দে অবশ্যই উদ্ভাসিত হবেন এটা আমার একান্তই স্থির বিশ্বাস।শুভেচ্ছা রইলো শ্রীমতি মায়া দের প্রতি।share করলাম।

    ReplyDelete
  3. খুব খুবই সুন্দর কবিতা। খুব ভালো লেগেছে। আরো লেখ,সুন্দর সুন্দর ছড়া,কবিতা। তোমার জন্য শুভকামনা ❤️❤️

    ReplyDelete