বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ১০
ক্যাসের লোক
ভাস্করব্রত পতি
ন্যাতাভাই ন্যাতাভাই
অ্যাতো ক্যানো খাই খাই
কনট্রোল করা চাই আজ।
মানুষের পাশে আছি
জনসেবা দিয়ে বাঁচি
এভাবেই চলে মোর কাজ।
অফিসের বড়বাবু
কেন রোজ করো কাবু
সব কাজে কেন লও ঘুষ।
জবাব দেবোনা কোনো
আমাকে কতটা চেনো
মানুষের সাথে আমি খুশ।
সুন্দরী সু ললনা
কেন তব ফ্ল্যাটে হানা
কারণটা একবার বলো।
আয়েশী জীবন পেতে
বুড়ো ভামে প্রেমে মেতে
যৌবন রসে ঢলো ঢলো।
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
কাজের লোক
নবকৃষ্ণ ভট্টাচার্য
মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
0 Comments