বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২২
মিনারে
ভাস্করব্রত পতি
'খাও কি তুমি?' --- 'পাতা রে'!
--- 'দিচ্ছে কে তা?' --- 'নেতা রে'!
--- 'আর খাও কি কি?' --- 'গুগলি গেঁড়ি,
--- পিঁপড়ের ডিম আর বুনো ভেঁড়ি'!
--- 'তোমরা বুঝি গরিব ভীষণ?
--- তাইতো এবার নতুন মিশন।
--- আমরা আজ ভাবছি খুবই,
তোমাদের দেবো খুশির ছবিই।
--- মিটিং মিছিল ক'রছে কেহ,
চব্য চোষ্য লেহ্য পেয়।
কোপ্তা কাবাব দারুর বোতল ---
এবার গরিবী হবেই কোতল ---
উঠবে ভারত মিনারে,
মুছবে যত ঘৃণারে।
না খেয়ে কেউ মরবে না ---
--- পেটের জ্বালায় কাঁদবে না।
স্বপ্ন মোদের চোখেতেই,
উঠবো সুখের চূড়াতেই'!
নবনীতা দেবসেন
'নাম কী তোমার'?--- 'রাজা রে'।
--- 'যাচ্ছো কোথায়'? --- 'বাজারে'।
--- 'কিনবে কী কী'? --- 'বীন, আলু'।
---'রাঁধবেটা কী'? --- 'ভিনদালু'।
--- 'তোমরা বুঝি নিরামিষ'?
--- 'ঠিক সেটা নয়, কি জানিস,
--- দেশটা বড্ড পুয়োর কিনা?
মাংস নেই কো শুয়োর বিনা'।
--- মাছ আছে তো সরল পুঁটি? ---
কালই খেলাম আস্ত দুটি।
আজকে মেনু নিম বেগুন ---
মাসটা কিনা চোত ফাগুন ---
আসবি নাকি, ডিনারে?
গিন্নি আমার, রীনা রে,
ভিনদালুতে এক্সপার্ট ---'
--- 'আসবো বৈকি, নেক্সটবার।
আজকে খাবো বাড়িতেই,
ভাত ফুঁটছে হাঁড়িতেই'।
0 Comments