জ্বলদর্চি

রঙ্গমাতা /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৩৩
রঙ্গমাতা

ভাস্করব্রত পতি

ঘোঁটে নোটে ভোটে সেঁটে পদের উত্থানে
'লিডার' হইতে দাও তোমার সন্তানে। 
হে অবলা রঙ্গভূমি, তব স্নেহ ক্রোড়ে
তুলে ধরো এইবেলা হাত দুটি ধরে। 
দেশসেবা তরে মোর আছিল এ স্থান
আয়ের গভীরে যেতে নিবিড় সন্ধান। 
প্রতিক্ষনে ছুটি তব অভয়ের ডোরে
তাইতো মাথায় রাখি দেবী জ্ঞান করে। 
প্রতিদিন প্রতি কাজে পেতে দুই হাতে
কমিশন খেতে দাও সকলের সাথে। 
অপরাধ মাফ হবে তোমাকেই ধরে
ফ্ল্যাট বাড়ি ভরা রবে কালো টাকা করে। 
লাখ লাখ ভাইদের, হে রিক্ত জননী, 
রেখেছো ভিখিরি করে, সবল কর নি।
🍂


বঙ্গমাতা

রবীন্দ্রনাথ ঠাকুর 

পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে 
মানুষ হইতে দাও তোমার সন্তানে 
হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে 
চিরশিশু করে আর রাখিয়ো না ধরে। 
দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থান 
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। 
পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরে 
বেঁধে বেঁধে রাখিয়ো না ভালো ছেলে করে। 
প্রাণ দিয়ে, দুঃখ স'য়ে, আপনার হাতে 
সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। 
শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে 
দাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া ক'রে। 
সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, 
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।

Post a Comment

0 Comments