জ্বলদর্চি

কয়েকটি প্রচলিত ইংরিজি ছড়ার ভাষান্তর /শুভশ্রী রায়


কয়েকটি প্রচলিত ইংরিজি ছড়ার ভাষান্তর 

শুভশ্রী রায়

Ding dong bell

Ding dong bell,
Pussy’s in the well.
Who put her in?
Little Johnny Green.
Who pulled her out?
Little Tomy Stout.

What a naughty boy was that
To try to drown poor pussy cat
Who ne’er did him any harm,
But killed all the mice
in the farmer’s barn.


টুং টাং ঘন্টা

টুং টাং টুং বাজছে ঘন্টা
পুষির জন্য অস্থির মনটা!
ম্যাওপুষি কুয়োয় এখন,
কে ফেলল? দুষ্টু খোকন,
কে আনল ম্যাওকে তুলে?
বিল্টু সোনা, ভালো ছেলে!

সত্যি বাবা, খোকন বাড়াবাড়ি দুষ্টু ছেলে,
না হলে, সোনাপুষিটাকে কুয়োয় ফেলে?
যে বেড়াল করে না কোনও ক্ষতি কারো
গোলার ইঁদুর মারে, চাষীর পোয়াবারো!


Hey, diddle, diddle

Hey, diddle, diddle,
The cat and the fiddle,
The cow jumped over the moon;
The little dog laughed
To see such sport,
And the dish ran away with the spoon.


মজা কত্ত, উল্টো তত্ত্ব 

উলি উলি বাবা কত্ত মজা লা লা লা লা লা!
আমাদের পোষা বেড়াল যে বাজায় বেহালা!
অমনি লাফ দিয়ে গরুটা গেল চাঁদ পেরিয়ে,
মজাদার কান্ড দেখে কুকুরছানার কি হাসি;
তার ওপর চামচ নিয়ে থালাও গেল বেরিয়ে!

🍂

Hickory Dickory Dock 

Hickory Dickory Dock
The mouse ran up the clock
The clock struck one
The mouse ran down
Hickory Dickory Dock

Hickory Dickory Dock
The mouse ran up the clock
The clock struck two
The mouse went “boo!”
Hickroy Dickory Dock


হিকুর মিকুর রগড়

কী কান্ড হিকুর মিকুর রগড় চাপ্পড়,
বেয়ে বেয়ে ইঁদুর উঠল বড় ঘড়ির 'পর,
ঘড়িতে ঢং করে বাজল একটা যেই,
তড়বড়িয়ে অমনি নেমে এল সেই,
বাপরে হিকুর মিকুর রগড় চাপ্পড়!

কী কান্ড হিকুর মিকুর রগড় চাপ্পড়,
বেয়ে বেয়ে ইঁদুর উঠল বড় ঘড়ির 'পর,
ঘড়িতে বাজল দু'টো ঢং ঢং করে,
অমনি পালাল ইঁদুর, যাকে বলে ফুররে;
বাপরে হিকুর মিকুর রগড় চাপ্পড়!


Jack and Jill

Jack and Jill went up the hill
To fetch a pail of water;
Jack fell down and broke his crown,
and Jill came tumbling after.

Up Jack got, and home did trot,
As fast as he could caper,
To old Dame Dob, who patched his nob
With vinegar and brown paper.

জয় ও জবা টিলায়

জয় ও জবা বালতি নিয়ে টিলার অনেক ওপর উঠল,
দু' জন মিলে উঁচু ঝোরা থেকে জল আনবে বলে,
পড়ে গিয়ে ডানপিটে জয়ের মাথাটি গেল ফেটে,
পেছন থেকে গড়িয়ে গড়িয়ে জবাও পড়ল সমতলে।

কোনও মতে উঠে জয় পা চালিয়ে পৌঁছে গেল গাঁয়ের দিদুর কাছে,
দেখে দিদুর হ'ল দয়া, কোলে বসিয়ে আদর করে,
মাথায় যত্ন করে পট্টি দিলেন বেঁধে, বললেন-
"ছেলেমানুষ কেন যাওয়া অত ওপরে?"

Post a Comment

0 Comments