ক্যুইজ-৬৪/ সাগর মাহাত
১. কাঁকড়ার শ্বাস অঙ্গের নাম—
ফুলকা
নাশিকা
ত্বক
যকৃৎ
২. 'এয়ার স্যাক' যে প্রাণীর দেহে দেখা যায়—
মাছ
মানুষ
পায়রা
বানর
৩. শ্বসনে অংশগ্রহণকারী একটি কোশীয় অঙ্গানুর নাম—
গলগিবস্তু
নিউক্লিয়াস
মাইটোকোনড্রিয়া
সেন্টোজোম
৪. প্রাক্ত বয়স্ক মানুষের প্রতিদিন যত পরিমান শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজন—
২০০-৪০০ গ্রাম
৪০০-৬০০ গ্রাম
৬০০-৮০০ গ্রাম
৪০০-৮০০ গ্রাম
৫. প্রোটিন পাওয়া যায় যে খাদ্যে তা হল—
চাল
তেল
মাংস
সবগুলো
৬. Vitamin কথাটি প্রথম ব্যবহার করেন—
ক্যামিমির ফাঙ্ক
জে. ড্রুমন্ড
হপকিনস
কেউ না
৭. রাতকানা রোগ যে ভিটামিনের অভাবে হয়—
ভিটামিন A
ভিটামিন B
ভিটামিন C
ভিটামান D
৮. ভিটামিন D এর অভাবে যে রোগ হয়—
টিটানি
রিকেট
চর্মরোগ
ক এবং খ
৯. স্কার্ভি রোগ দেখা যায় যে ভিটামিনের অভাবে—
ভিটামিন A
ভিটামিন C
ভিটামিন B
ভিটামিন D
১০. অধিপ্রাণবাদের প্রবক্তা—
প্রফুল্লচন্দ্র রায়
হপাকনস
জগদীশচন্দ্র বসু
ক এবং খ
১১. কত শতাংশ হারে বাস্পমোচন হয় পত্ররন্ধ্রের দ্বারা—
৮০-৯০ শতাংশ
৭৪-৯০ শতাংশ
৭০-৮৫ শতাংশ
৭০-৮০ শতাংশ
১২. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষ বেশি হয়—
বট
ক্লোরেল্লা
মস
অশ্বস্থ
১৩. সালোকসংশ্লেষ যেখানে হয়—
পাতার রন্ধ্রে
পাতার নীচে
জাইলেমে
পাতার মেসোফিল কলায়
১৪. হিল বিকার যাকে বলে—
NADPকে
RUBP কে
ADP কে
ANDO কে
১৫. অন্ধকার দশায় কোথায় ঘটে—
ক্লোরোপ্লাস্টের গ্রানায়
ক্লোরোপ্লাস্টার স্ট্রোমায়
মেসোফিল স্ট্রোমায়
মেসোফিল গ্রানায়
ক্যুইজ ৬৩-এর উত্তর
১. ক্লোরোফিল
২. খ এবং গ
৩. সবগুলো
৪. সালোকসংশ্লেষ
৫. সালোকসংশ্লেষীয় বর্ণালি
৬. লাল
৭. জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া
৮. দুইটি
৯. আলোকদশা
১০. গ্রীক
১১. আজীবন
১২. ২প্রকার
১৩. ২টি
১৪. সবগুলো সঠিক
১৫. মাছি
0 Comments