জ্বলদর্চি

ক্যুইজ-৭৪/ সাগর মাহাত


ক্যুইজ-৭৪/ সাগর মাহাত

১. হিমালয় সৃষ্টি হয় যত বছর আগে—
২ কোটি
৪ কোটি
৫ কোটি
৩ কোটি

২. পৃথিবীর প্রায় যত কোটি মানুষ অপুষ্টিতে ভোগে—
৮০ কোটি
৬০ কোটি
৭০ কোটি
৬২ কোটি


৩. বিপর্যয় বাদের প্রবক্তা—
অশ্বমন্ডল
হেকেল
উইলিয়াম
কুফিয়ার


৪. যত শতাংশ সৌর কিরণের কার্যকর পরিমান—
৪০%
৬০%
৬৬%
৭০%


৫. হিম প্রাচীর দেখা যায়—
ইরাক মহাসাগর
ভারত মহাসাগর
আর্টলান্টিক মহাসাগর
প্রশান্ত মহাসাগর

৬. ওজোন গ্যাসের বর্ণ—
নীলাভ
কালো
সাদা
সবুজ

৭. খরা যত প্রকার—
৬ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার

৮. ভ্রয়োপিথেমিন যে সম্প্রদায়ের—
বিড়াল
বনের
ঘোড়া
হাতি

৯. লেমান বালির স্তুপকে রাজস্থানে যা বলা হয়—
আঁধি ও ধান্দ
ধ্রিয়ান
ধান্দ
আঁধি

১০. যে এককের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্বের পরিমাণ করা হয়—
ডবসন
হাটবার্ট
গ্রাম
কিলো

১১. মানুষ কোন বর্গের অন্তর্গত প্রাণী—
প্রাইমাটা
ফাইমাটা
মিনাশাটা
নিমাটা

১২. যতবার ভূমিকম্প হয় সারা পৃথিবীতে প্রতি ঘন্টায়—
১০ বার
১০০ বার
২০ বার
২০০ বার

১৩. স্থানান্তর কৃষিকে মালয়েশিয়ায় যা বলে—
মেসো
স্ফিয়ার
চেনা
লাভাং

১৪. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবর্তক হলেন—
মরগ্যান
ডারউইন
ট্যান্সলে
টেলার


১৫. Environmental Science গ্রন্থটি প্রকাশ হয়—
১৯৯৬
১৯৯৩
১৯৯৪
১৯৯৫
🍂
ক্যুইজ ৭৩-এর উত্তর
১. ভেট্টিটাস
২. লেনটিক
৩. অনাবর্তনশীল
৪. বায়োটা
৫. ৩ কিমি
৬. পাহাড়
৭. মেয়ার
৮. ২০০ মিটার
৯. গাছপালা
১০. বহুমাত্রিক
১১. শিলা
১২. মশা
১৩. ৩টি
১৪. বাণিজ্যিক
১৫. ১৯৯৫ সালে

Post a Comment

0 Comments