জ্বলদর্চি

সব অসুরই থাকুক দুঃখে /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৪৩
সব অসুরই থাকুক দুঃখে 

ভাস্করব্রত পতি

একটা অসুর একশো দিনের কাজের টাকা ঝাড়ে
একটা অসুর চাক্কু চালায় পেটে এবং ঘাড়ে। 
একটা অসুর থামিয়ে গাড়ি বাগায় ঘুষের টাকা
একটা অসুর বালির খাদান করছে রোজই ফাঁকা। 
একটা অসুর সিণ্ডিকেটে জমায় টাকার পাহাড়
একটা অসুর চুরির টাকায় নিত্য সারে আহার। 
আমরা জানি, সারা বছর এঁদের জমে পূজো
দু হাতেতেই বাগিয়ে এঁরা 'লুঠের দশভূজো'।
সব অসুরের কর্মগুণে শাস্তি হবে কবে? 
মাগো, তোমার অসুরনিধন, সেদিন সফল হবে। 

একটা অসুর চোলাই বেচে সবার নাকের ডোগায়
একটা অসুর কাটমানিতে ভোটের খরচ জোগায়। 
একটা অসুর দালালীতে নিজের পকেট ভরে
একটা অসুর সংগোপনে কয়লা চুরি করে। 
একটা অসুর পাচার করে নারী শিশু গরু
একটা অসুর সাফ করে রোজ বনবিভাগের তরু। 
সবাই জানি, এঁরাই করে দুর্নীতিরই পূজো
শান্ত্রী সেপাই পেয়াদা পুলিশ এঁদের ভয়ে কুঁজো। 
সব অসুরের শেষ ঠিকানা কয়েদখানায় যবে
মাগো, তোমার অসুরনিধন, সেদিন সফল হবে। 

একটা অসুর চাকরি ছড়ায় টাকার বিনিময়ে
একটা অসুর খুন ধর্ষণ চালায় দুহাত ধুয়ে। 
একটা অসুর মিথ্যা কথায় জমায় বাজার পাড়া
একটা অসুর মন্ত্রী হয়ে ধরায় বানায় সরা। 
একটা অসুর বানিয়ে পেটো ছাপ্পা মারে ভোটে
একটা অসুর এম পি বেচে নোটে এবং ঘোঁটে। 
এমনি হাজার অসুর যাঁরা করছে তোমার পূজো
তাঁদের মুখে কালাসনিকভ পারলে তুমি গুঁজো। 
সব অসুরের মুণ্ডুগুলো কাটলে পরে তবে
মাগো, তোমার অসুরনিধন, সেদিন সফল হবে। 
🍂

সব দুর্গাই থাকুক সুখে 

ভবানীপ্রসাদ মজুমদার

এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে
এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে। 
এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে 
এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে। 
এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ 
এক দুর্গা খিদেয় কাঁদে, পায়নি খেতে আজ। 
সবাই জানি, এদের কারো হয়না কোনও পূজো 
এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো। 
সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে? 
মাগো, তোমার পুজো সেদিন সত্যি সফল হবে।

এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে 
এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে।
এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাজে
এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে। 
এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা 
এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। 
সবাই জানি, এদের কারো হয়না কোনও পূজো 
তাই বলি মা, এদের চোখেও পূজোর খুশি খুঁজো। 
সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে 
মাগো, তোমার পূজো সেদিন সত্যি সফল হবে।

এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া 
এক দুর্গা, নার্সদিদি তাঁর মনে ভীষণ মায়া।
এক দুর্গা সবজি বেঁচে নিজের পায়ে দাঁড়ায়
এক দুর্গা মুরগি কাটে, নিজেই পালক ছাড়ায়। 
এক দুর্গা হোটেল চালায়, বানায় মাংস ভাত 
এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত 
এমনি হাজার দুর্গা যারা পায় না কোনও পূজো 
এদের দুঃখ কষ্ট তুমিই দরদ দিয়ে বুঝো। 
সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে 
মাগো, তোমার পূজো সেদিন সত্যি সফল হবে।

Post a Comment

1 Comments

  1. প্যারডি কবিতাগুলো ভালো হচ্ছে।

    ReplyDelete