জ্বলদর্চি

অমর সাহা ও শুভজিৎ মুখার্জী-র কবিতা

অমর সাহা ও শুভজিৎ মুখার্জী-র কবিতা 

সুরতাল
অমর সাহা

হয়তো বা তোমার আমার মধ্যে
হয়তো বা এই পৃথিবীতে আর কখনও
দেখা হবে কিনা কী করে বলবো আমি ৷
তারারা লুকিয়ে থাকে দিনের আলোকে
কদমের ফুল কী ফুটে বসন্তের হাওয়ায় ?
হয়তো আমরাও গোলাকার পৃথিবীর বুকে
মরাল-মরালী হয়ে খেলা করে চলেছি একেলা ;
যতটুকু জীবনের প্রয়োজন সেইটুকু নির্যাস মেখে
গোলাকার পৃথিবীর কোথাও না কোথাও খুঁজি
তোমারই গন্ধ মাখি শস্য শ্যামলা বঙ্গ প্রকৃতির কোলে ;
যেখানে দাদুর ডাকে দাদুরিকে
সুর তাল লয় ছন্দ গীতি—বর্ষার ভরা জলে।

🍂

কৃষ্ণাক্ষরী
শুভজিৎ মুখার্জী

প্রযুক্তির লাথি খেয়ে খান-তিনেক যান্ত্রিক কেন্নো,
সহসা অ-গতি হয়ে জন্ম দেয়, দলাপাকানো মৃত্যুস্তুপ!
আর অগুনতি কায়িক ক্লেশের আর্তনাদ মিশে যায়,
অনেকের স্বজন হারানো, সীমাহীন কান্নার রোলে --
অথবা কোনো বাবা, সাদা চাদরে ঢাকা লাশের ভিড়ে,
খুঁজে বেড়ায় নিখোঁজ, পরিযায়ী সন্তানের মুখ !
অবশ্য তখনও টিভি-পর্দার নীচে গড়িয়ে চলা,
"ব্রেকিং নিউজ"-এর ওপরে শোভা পেতে থাকে --
'আরও একটু ভালো থাকা'-র বিজ্ঞাপনী প্রলোভন !

তবুও, কাল-তুরগের সওয়ারী, একমুখী জীবন --
নিয়ত কৃষ্ণ-মসীর অক্ষরমালা সৃষ্টি করে চলে !
আমাদের হাতে শুধু 'বেঁচে থাকা' ছাড়া কিছু নেই !
আর তাই, দিবসান্তে চেতনার অব্যক্ত, চোয়ানো রস,
সুন্দর, আঠালো আশা-মাখা স্বপ্নজাল বুনতে থাকে।

সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪


Post a Comment

0 Comments