জ্বলদর্চি

আমাদের দেশ /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৪৭
আমাদের দেশ

ভাস্করব্রত পতি

আমাদের বড় দেশে বড় বড় ঘর
কোটিপতি মানুষেরা নয় কেউ পর। 
থাকি মোরা একসাথে যেন ভাই ভাই
ট্যাক্স ফাঁকি দিয়ে মোরা বিদেশেতে যাই। 
আমাদের বড় দেশে সবাই সমান
বিদেশেতে টাকা রেখে বেঁচে আছে প্রাণ। 
ব্যাঙ্ক ভরা কালো টাকা যেন ছোট দীঘি
হাজার কোটির ঋণে দেশ ঝিকিমিকি। 
পথসভা, জনসভা, লোকসভা যেন
আমাদের 'হেল্প' ছাড়া নেই নেতা হেন। 
চাল ডাল তেল নুন দাম বেড়ে উঠে
দুঃখে নেতার মুখে কত বুলি ফুটে। 

🍂

আমাদের গ্রাম 

বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, 
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। 
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, 
এক সাথে খেলি আর পাঠশালে যাই। 
আমাদের ছোট গ্রাম মায়ের সমান, 
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। 
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, 
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি 
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন, 
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। 
সকালে সোনার রবি পুব দিকে উঠে, 
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে।

Post a Comment

0 Comments