জ্বলদর্চি

সুমিত্রা ঘোষ ও সর্বজয়া নন্দ- কবিতা

সুমিত্রা ঘোষ ও সর্বজয়া নন্দ- কবিতা 

শরৎ
সুমিত্রা ঘোষ 

শরৎ, সাধের শরৎ
শালুক-পদ্ম যদি চাও
টলটলে নদী জলে 
ভেলা ভাসাও।

শরৎ, সাধের শরৎ 
ধামসা-মাদল নাও
অনন্দময়ী মা সকলের 
তাও বলে দাও।

🍂

জীবন যুদ্ধ
সর্বজয়া নন্দ 

পঞ্চ আয়ুধে সজ্জিত করে
পাঠিয়ে দিয়েছ সমরে
বৈরী হ'য়েছে বাসনার জাল
টানে অবিরাম বিবরে।
সেনাপতি করে পাঠিয়েছ যারে
সেই মন হ'ল দুর্বার...
ইন্দ্রিয়দের সংযত করে
স্থিতিশীল রাখা কাজ তার।
অবশে বিবশে সেই ইন্দ্রিয়
যখন না মানে নির্দেশ—
জীবন যুদ্ধে নামে দুর্দিন 
পদে পদে ঘিরে শত ক্লেশ।
সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪


Post a Comment

0 Comments