কবিতা
পতিতপাবন মাহাত
(ফরাসী রীতির সনেট)
আধুনিকতার ফল
ভগবান আছে কি না তর্ক প্রশ্নাতীত
অপরূপ ভূ প্রকৃতি সৃষ্টি নান্দনিক
সুশোভিত পুষ্পরাশি খাঁটি অর্গানিক
সুরভিত গন্ধ রূপে সাহায্য ব্যতীত।
সৃষ্টি কর্মে লিপ্ত হতে হিতে বিপরীত
মানব ক্ষমতাশালী চাহিদা অধিক
বিজ্ঞান প্রযুক্তি যুগে সব আধুনিক
অল্পে অসন্তুষ্ট মন আশা সাধ্যাতীত।
সৃষ্টি কর্তা যেই হোক ফল ভোগে সব
আধুনিকতার ফল লুপ্তপ্রায় রব।
বাস্তুতন্ত্রে শত জীব শান্ত কর্মবীর
ধীরে ধীরে মৃত্যু মুখে কার দোষ বল?
জীবন প্রগতি বাঁধা সমস্যা গম্ভীর
প্রকৃতি মন্থন ফল তীব্র হলাহল।।
শ্রেষ্ঠত্বের লড়াই
কে'বা শ্রেষ্ঠ সে বিচারে দ্বন্দ্ব চিরন্তন
হানাহানি কাটাকাটি যুদ্ধ অবিরত
শ্রেষ্ঠত্বের লড়াই-এ অহিংসা বিরত
প্রতিষ্ঠা গৌরব পথে মৃত অধঃস্তন।
অন্ন বস্ত্র বাসস্থান ছিল বিবর্তন
ক্রমে ক্রমে বলশালী উদ্ধত্য নিয়ত
সীমারেখা কাঁটাতার তবুও বিব্রত
কর্তব্য বিবেকবোধে এ পরিবর্তন!
ভয় ভক্তি পরস্পর বিপরীত শব্দ
ভয়ই ভক্তির মূল নয়তো কে জব্দ?
ধ্বংসে মগ্ন নর নারী সৃষ্টি যাক জলে
এত অস্ত্র আবিষ্কার কার বা কল্যাণে?
বড়ো ছোট জীব মাত্র অহংকার বলে
পৃথিবী শ্রেষ্ঠ মানব থাকে কী পিছনে!!
🍂
নিয়মের ফাঁস
নিয়মের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা
দিশাহীন গতি পথ কোন দিকে ধায়?
শত পথ সুনির্দিষ্ট তবু খুঁজে যায়!
অনিশ্চিত এ গন্তব্য নিদারুণ ধাঁধা।
নীতিবদ্ধ চলা ফেরা তবু শত বাধা
অতিষ্ঠ উৎকোচ তত্ত্বে পরিত্রাণ নাই
নিঃস্ব অসহায় যত খুঁজে ফেরে ঠাঁই
নিয়ম নিয়ম মধ্যে কোথায় সমাধা?
নিয়ম অদৃশ্য ফাঁস পড়ে যার গলে
সেই বুঝে কী জ্বালায় প্রাণ মন জ্বলে।
আপামর জনগণ মূঢ় মূক বোকা
মনে করে সব কিছু খুব খুব সোজা!
সহজ সরল মনে রোজ খায় ধোকা
সাদাসিধা জনগণ সত্যিই কি বোঝা!
আমার পৃথিবী
সবুজে সবুজে ঘেরা সুদৃশ্য ব-দ্বীপ
কূজন কাকলি ভরা সুমধুর স্বর
কত শত বনফুল নেই আড়ম্বর
শোভিত তুলসী মঞ্চে শঙ্খ ঘন্টা দীপ।
সোনালী ক্ষেতের মাঝে এক অন্তরীপ
কাঁসায়ের কুলু ধ্বনি সুবিস্তৃত চর
পাশে ছোট্ট মালভূমি তার 'পরে ঘর
নানা জাতি বসবাস অন্তর সমীপ।
আঁকাবাঁকা পথ ঘাট প্রশস্ত সর্পিল
সুনিবিড় ছায়া তলে খুশি অনাবিল।
আষাঢ় কাদায় ভরে মাঠ ঘাট জলে
নবান্নে আমন ঘ্রাণ গোলা ভরে ধানে
তরতাজা শাক সব্জি কত ফুল ফলে
আমার পৃথিবী সদা মুখরিত গানে।।
0 Comments