জ্বলদর্চি

মসা তোকে /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৫৩
মসা তোকে

ভাস্করব্রত পতি

সারারাত তুই ঘুরলি পাগল হয়ে, 
শব্দমাখা সুর বিলানো ডানা। 
ভয়টা কেবল যদি আয়ু যায় ক্ষয়ে, 
এক চড়েতেই ভবের লীলায় হানা।। 

আমিও তো খুঁজি তোরই মতো মসা, 
মাদক চোখে ফিরে ফিরে দেখি। 
গরিবের ঐ ঘাম মাখানো বাসা, 
রক্ত চোষায় দিইনা মোটেও ফাঁকি।। 

এখনও, গজ্জে ওঠে হাতের আঙুলগুলো, 
এক হুকুমে হবেই নির্বাসিত। 
হৃদয়ে নেই দয়ার চালচুলো, 
কেউ বলেনা আমায় রবাহুত।। 

কি শোনাস তুই সন্ধ্যা হওয়ার পর, 
লোলুপ চোখে উড়ছে খুশির হাওয়া। 
নেইকো ফারাক আমার সাথে তোর, 
লক্ষ্য একই 'মরণ' বার্তা বওয়া।। 


মৌমাছি তোকে
কৃষ্ণ ধর

Post a Comment

0 Comments