জ্বলদর্চি

ক্যুইজ-৮৮/ সাগর মাহাত

ক্যুইজ-৮৮/ সাগর মাহাত

১. কোয়তোর শব্দের অর্থ—
পর্বতবাসী
অরণ্যবাসী
সমতলবাসী
সমুদ্রবাসী


২. গন্ড উপজাতিতে যারা নাচগান করে তাদের বলে—
কালিয়িভূতিস
সোলাহস
অগরিয়া
গটিয়া

৩. গন্ড উপজাতির ভূমি দেবতা—
ঠাকুরদেব
সাবদামাই
বুড়হা দেব
শীতলা মাই

৪. গন্ড উপজাতির কুলদেবতা বলা হয়—
খেরমাইকে
দুলহাদেবকে
লিংগদেবকে
নারায়ণদেবকে


৫. গন্ডদের প্রিয় পানীয়—
মদ
তাড়ি
ফলের রস
মিষ্টি জল

৬. গন্ড জনজাতির গ্রাম দেবতার নাম—
খেরমাই
দুলহা বাবা
লিংগদেব
ঠাকুরদেব

৭. গন্ড জনজাতির ধর্ম হল—
হিন্দু ধর্ম
মুসলিম ধর্ম
গন্ডি ধর্ম
সারনা ধর্ম

৮. গন্ড জনজাতির যুবাগৃহ—
পাহান
গোটুল
ঘোটুল
আখড়া

৯. গন্ড জনজাতির ভাষা হল—
গন্ডি
নাগপুরী
ভিলি
পাঁচপরগনিয়া

১০. গন্ড জনজাতি পুজো করে—
রামের
রাবণের
দুর্গার
কালীর

ক্যুইজ ৮৭-এর উত্তর
১. বিল শব্দ থেকে
২. সোমদেবের কথাসরিৎসাগর
৩. নিষাদ
৪. প্রোটো-অস্ট্রেলিয়ট
৫. ভিলি
৬. T.B Naik
৭. কর্নেল জেম টোড
৮. ভোপা
৯. ঘোড়া
১০. গামেটি

Post a Comment

0 Comments