প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
তোমার অনন্য রূপমাধুরী আমাকে মুগ্ধ করে, আমার দু’চোখে নিয়ে আসে স্বপ্নের লালিমা, হৃদয়ের তলে ভালোবাসার তীব্র ঝড় তোলে। তোমাকে দেখলে মন আমার খুশিতেচঞ্চল হয়, প্রাণের গভীরে আনন্দের বান ডাকে, আমার ভুবন চত্বরে বইতে থাকে প্রেমের স্নিগ্ধ-শীতল বাতাস। তোমার সারা অঙ্গের লাবণ্য, অনুপম সৌন্দর্য –সুষমা আমাকে পাগল করে, দূর নীল সাগরের মতো, তুষারশুভ্র পাহাড়ের মতো আমাকে হাতছানি দিয়ে ডাকে। তাই সব ফেলে তোমার কাছে ছুটে যেতে মন চায়, তোমার কোমল বুকে ঝাঁপিয়ে পড়তে সাধ হয়, সব বাধা টুটে তোমার সাথে মিশে যেতে ইচ্ছে করে।
পাই বা না পাই – তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে তো বাধা নেই; তাইতো স্বপ্ন দেখি, দিন’ভর স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। তোমার মুখের হাসি নিয়ে স্বপ্ন দেখি, রাঙা ঠোঁটের দীপ্তি নিয়ে স্বপ্ন দেখি, ডাগর দু’টি চোখের দুষ্টুমি নিয়ে স্বপ্ন দেখি, হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া তোমার শাড়ির আঁচল নিয়ে স্বপ্ন দেখি, তোমার বুকের অতল রহস্য নিয়ে স্বপ্ন দেখি; এক কথায় তোমার অপরূপ মূর্তিখনি নিয়ে মধুর স্বপ্ন দেখি। তোমার নিটোল ভালোবাসায় ছেয়ে থাকে আমার মন, তোমার হৃদয়ের কথকতা ঋদ্ধ করে আমার অন্তর, খুশির ডমরু বাজায়। পাই বা না পাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে তো বাধা নেই।
তোমার যা দেবার কথা ছিল, আমারও যা পাবার কথা ছিল কোনও কারণে তা তুমি দিতে পারলে না, আমারও পাওয়া হয়ে উঠল না। অথচ তুমি দেবার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলে, আমিও পাবার আশায় লালায়িত ছিলাম। তবু দেওয়া-নেওয়া হল না কারুরই। বিফল মনোরথ হয়ে তোমাকে তোমার পথে ফিরে যেতে হ’ল, আমাকে ধরতে হ’ল আমার পথ।তোমার মন খারাপ কতক্ষণ থাকবে জানি না, তবে আমার মন খারাপ সাময়িক। আমি তো জানি আজ যা দিতে পারলে না কোনও একদিন তুমি তা দেবেই আমায়,অনেকভাবেই পুষিয়ে দেবে। সেই মধুর ক্ষণের আশায় এখনকার কষ্টকে তাইতো জোর করে চেপে রাখলাম, তোমার প্রতি সে ভরসা, সে বিশ্বাস আছে বলেই এ কথা জোর দিয়ে বলতে পারছি। খুব ইচ্ছে করে তোমাকে আমার বুকের ভিতরে নিয়ে নিই, গভীর তলদেশে রেখে হৃদয়ের গান শোনাই, তোমার দু’চোখে এঁকে দিই হাজার স্বপ্নরাশি। খুব ইচ্ছে করে তোমাকে আমার মনের মতন করে সাজাই, সঘন প্রেমে–আদরে–আবেশে তোমাকে আমার চির আপন করে নিই, খোঁপায় তোমার পরিয়ে দিই স্বপ্নের পারিজাত ফুল। খুব ইচ্ছে করে তোমাকে আমার প্রাণের সাথি করে নিই, অন্তহীন ভালোবাসায় ভরে দিই তোমার অন্তর, প্রণয়ের রাখি বেঁধে দিয়ে বলি - এই তুমি আমার, শুধু আমারই।
মনটা আমার কী বেহায়া দেখো সে শুধু রাতভর-দিনভর তোমার কথাই ভেবে যাবে। অথচ যাকে নিয়ে এত ভাবনা সে হয়তো মোটেই আমার কথা ভাবছে না, আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই-তবু আমার মন তোমার কথাই ভেবে যাবে। মনটা আমার শুধু বেহায়াই নয়, বড়োঅবাধ্য সে, আমার কোনো বাধাই সে মানে না, মনকে কত বোঝাই – যে তোমার কথা ভাবছে না তাকে নিয়ে তুমি পড়ে থাকবে কেন – সে কথা শুনছে কে? আমার কোনো শাসন না মেনেই মনটা তোমার কথাই ভাববে – জানিনা কীভাবে তোমার ভাবনা থেকে মনটাকে বিরত করবো, তোমার থেকে আমার ভাবনাকে সরিয়ে নিয়ে আসবো; সত্যিই কী এটা কখনো হবে-আমার মন তোমাকে নিয়ে স্বপ্ন আঁকবে না – তোমার কথা কখনো ভাববে না! জানি না।
ভাবিনি আমার জীবনে কখনো প্রেমহীন সময় আসতে পারে, ভালোবাসা হারা হয়ে সাজাতে হতে পারে কোনো বাসর, বুকের গভীরে সযত্নে লালিত সুখ স্বপ্নগুলি নি:সীম বেদনায় কখনো হতে পারে ধুসর, মলিন। এতদিন আমি আলোর নেশাতেই মগ্ন ছিলাম, সুনীল আকাশ আর ঝলমলে সোনারোদ দেখাতেই বিভোর ছিলাম, মালা গেঁথে গিয়েছিলাম শুধু মিলনেরই। আজ জানলাম এ ভাবনা শুধুই ভুল; আলোর পিছনেই আছে গাঢ় অন্ধকার, সুখের পিঠেই আছে দু:খের অঙ্গার, মিলনের পাশে বিষাদের নিদারুণ জ্বালা! শুধুই আলোর গান গাইব, মেঘ চাইব না তাই কী কখনো হয়?
🍂
10th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
Your unique beauty fascinates me, brings me to my dreams, the redness of dreams, the intense storm of love at the bottom of my heart. Seeing you, my heart is filled with joy, my heart is filled with joy, my heart is filled with the warm, cool air of love. The grace of your whole body, the exquisite beauty - the sunshine drives me crazy, like the distant blue sea, the snow-capped mountains that call to me. So the mind wants to leave everything behind you, your soft chest is able to jump, all obstacles are broken and you want to merge.
Pie or not - there is no barrier to dreaming about you; That's why I dream, I dream all day, dream about you. I dream with a smile on your face, I dream with the lightness of the lips, Dagger with the eyes of two eyes, I dream about the shadow of your saree that is blown in the wind, I dream with the mystery of your chest; In a word, I dream of honey with your idol. Your mind is engulfed in love, my heart plays with my heart, the words of my heart, the sound of happiness. There is no obstacle for you to dream about pie or not.
If you could not give what I was about to give you, what I was about to receive, I could not. While you were mentally ready to give, I too was tempted to get one. Yet no one was given. You have to go back to your path with failure, I have to catch my way. I don't know how long you will be upset, but my mind is temporary. I know what you could not give today, one day you will give it to me, in many ways it will pay back. In the hope of that sweet moment, I pressed the pain so hard now, I can assert that it is because I have faith in you. Willingly take you inside my chest, lay on the bottom of my heart and listen to the song of the heart, I draw in your eyes a thousand dreams. Very willingly decorate you like my heart, in deep love - in adoration - I have not embraced you forever, I will clothe you with the dream of living flowers. I wish you were my soul mate, I will fill your heart with endless love, I will bind your heart, sweetheart and say - this is you, only me.
What a fool I am, he will only think of you all day and night. But whoever thinks so much about him may not think of me at all, he has no headache with me - yet my mind will think of you. The mind is not just me, but he is arrogant, he does not mean any disruption to me, how much I mean to the mind - why would you fall for someone who is not thinking of you - who is listening? Without my discipline, the mind will think of you - I do not know how to break my mind from your thoughts, remove my thoughts from you; Really what will it ever be - my mind will never dream of you - never think of you! Don't know
Never thought I could ever come to loveless times in my life, may be lost in love, sort of a basar, deep in the chest, dreams of happiness can be gray, dirty. So long I was engrossed in the intoxication of light, sunil sky and the sunshine in the dazzling sunshine, I built the garland only. I know today this thinking is just wrong; The darkness is behind the light, there is a backdrop of sadness, happiness is burning with sadness! Just sing the light, do not want the cloud so what ever?
সংগ্রহ করতে পারেন 👇
0 Comments