জ্বলদর্চি

সালেহা খাতুন ও সোমদত্তা-র কবিতা

সালেহা খাতুন ও সোমদত্তা-র কবিতা 

সালেহা খাতুন 
নির্লিপ্তি


প্রবল প্লাবনে মোহ গেছে ভেসে
প্লাজমা কিংবা হরমোনে মিশে গেছে বিষ 
বাসা আর ভাষা নিয়ে  দ্বন্দ্ব অহর্নিশ।
কালের চক্রে আধুনিক উত্তর আধুনিক
সবই অনন্ত আদিম ...
ফেমিনিজম ম্যাসকুলিজম সেকুলারিজম 
কেউই কোনো তন্ত্র মানে না এখন
কুটজ কুসুম ছিঁড়ে ছিঁড়ে 
তত্ত্ববাগীশের বারোমাস চলে
ইকোক্রিটিসিজমের কঠিন অধ্যয়ন।

সোমদত্তা
নিরালম্ব
 
ঘুঘু ডাকা অলস দুপুর,পায়রাটার বকবকম  
নিস্তব্ধতা আরো বাড়িয়ে দিচ্ছে, 
নারকেল গাছের ফাঁক দিয়ে হালকা শীতের হাওয়া, 
মরা রোদ কার্ণিশে মেজাজে ছড়িয়ে আছে। 
কেয়োকার্পিন হেয়ার অয়েলের গন্ধ আসছে কোথা থেকে, 
কেউ যেন মাখছে, জানো আমার মা মাখতো, 
নাকে ভেসে আসা চারমিনারের তীব্র গন্ধ, বাবা... 
বাবা, বিড়িও খেতো মাঝে মাঝে , রাগ হত...
আজ সেই তামাকপাতার গন্ধটা আমার চাই 
আমায় নিয়ে  যাক সেকালে। 
আজ এই ঘুমন্ত দুপুরে  কোন গন্ধ আর নাকে আসে না, 
আমার ঘ্রাণশক্তি  সীমিত হচ্ছে ধীরে ধীরে।।

🍂

Post a Comment

0 Comments