জ্বলদর্চি

অগ্নি রায় ও মউলি মিশ্র-র কবিতা

অগ্নি রায় ও মউলি মিশ্র-র কবিতা 

অগ্নি রায়
দূরত্ব

.
দীর্ঘ দূরত্বের ভাপ উবে যাচ্ছে শনৈঃ শনৈঃ
পরিচ্ছন্ন কাচের বাসনে আজ
উৎসবের টুংটাং ঠিক আগের মতোই,
এ কেবল তুমিই পার হে অন্নপূর্ণা আমার
 
 
২.
তোমাকে অগ্রাহ্য করি দিনের রোয়াবে,
তোমাকেই লিখে রাখা রাতের আবেগ,
পুরনো ক্ষতের মুখে আলোর প্রলেপ
আমাদের দূরত্বে মেঘ জমে থাকে


৩.
এই মাত্র ট্রেন সাঁকোটি পেরোলো
দুপুরের ঐশ্বর্য ঢালা ঘরের নির্জন 
থেকে শোনা দূরের বিলাপ,
দেওয়ালে ফ্রেমের দাগ, শূন্যতা জানে

.
সময় বদলে দেবে অতর্কিত শ্বাস
রুদ্ধ করে চুম্বন এসেছো আজ 
বহু দূর থেকে, উড়ে যাবে ফের, 
খড়কুটো মুখে পাখিজন্ম নিয়ে

মউলি মিশ্র
জলভুবনের পারে


মাইল মাইল হেঁটে এসে
এইখানে দাঁড়িয়েছি খানিক
শ্বাস পড়ছে অতি ঘন
নাকের উপরে বিন্দু বিন্দু ঘাম
প্রাচীন কোনও মানবের মতো,
পুরুষই হবে, অসংখ্য হাতপালা
ছড়িয়ে স্থবির এক গাছ,
বৃক্ষই বলা ভালো।

এইখানে বসব নাকি ?
দু'চারজন ছিল যারা, সহযাত্রী
বিদায়ী হাওয়ার পথ ধরে হারিয়েছে কোথাও 

আকাশ এসে টুপ করে ঝাঁপ দিল জলে
কুসুমের রং ছড়িয়েছে চারপাশে
সূর্যাস্ত হল তবে। 

আজ একবার সত্যি কথা বলো 
তুমি কি ছিলে ওদের মধ্যে
কোথাও, কোনও কোণে, অপেক্ষারত ? 
নাকি সে আমারই ভুল 

ফুরিয়ে আসছে সময় 
আদিগন্ত এই প্রান্তরে একা একা
অন্ধকার আলিঙ্গনে যাবো
বলো শুধু, তুমি ছিলে ?
ছিলে না কি ?

🍂


Post a Comment

1 Comments

  1. খুব ভালো লাগলো

    ReplyDelete